বেস্ট ফ্রেন্ডের বার্থ ডে বলে কথা! সারপ্রাইজ দিতে মাঝরাতেই মিমি পৌঁছেছিলেন বন্ধু অনিন্দ্যর বাড়ি।
1/6বলিউড ছবির জনপ্রিয় ডায়লগ, ‘এক লড়কা অউর লড়কি কভি দোস্ত নেহি হো সাকতে’। কিন্তু রিয়েল লাইফে সর্বদা এই ফর্মুলা খাটে না। টলিউডের অত্যন্ত পরিচিত মুখ অনিন্দ্য চট্টোপাধ্যায়, অন্যদিকে ইন্ডাস্ট্রির প্রথম সারির নায়িকা মিমি চক্রবর্তী। দুজনের বন্ধুত্বের কথা কারুর অজানা নয়। (ছবি-ইনস্টাগ্রাম)
2/6মিমির রিলেশনশিপ স্টেটাস ‘সিঙ্গল’, অন্যদিকে দীর্ঘ কয়েক বছর ধরেই পিআর প্রফেশন্যাল রোমি দত্তর সঙ্গে প্রেম সম্পর্কে আবদ্ধ অনিন্দ্য। তবে পরস্পরের ব্রেস্ট ফ্রেন্ড মিমি-অনিন্দ্য। তাই বন্ধুর জন্মদিনটা বিশেষ করে তুলতে কোনও খামতি রাখলেন না যাদবপুরের তারকা সাংসদ। (ছবি-ফেসবুক)
3/6বুধবার ছিল অনিন্দ্যর জন্মদিন। তবে সারাদিন ‘গাঁটছড়া’র শ্যুটিংয়ে ব্যস্ত থাকবেন অভিনেতা। তাই তো মঙ্গলবার মধ্যরাতেই অনিন্দ্যর বাড়িতে সারপ্রাইজ দিতে পৌঁছেছিলেন মিমি। কেক মাখা মুখের ছবি পোস্ট করেছেন অনিন্দ্য, সেই ঘরোয়া পার্টিতে সামিল হন অনিন্দ্যর বান্ধবী রোমিও। প্রেমিকা ও বেস্ট ফ্রেন্ডকে সঙ্গে নিয়েই এই বিশেষ দিনটা সেলিব্রেট করলেন অনিন্দ্য।
4/6‘বাপি বাড়ি যা’ ছবি দিয়ে শুরু হয়েছিল মিমি-অনিন্দ্যর টলিউড সফর। সেই থেকে পরস্পরের বন্ধু দুজনে। সময়ের সঙ্গে সঙ্গে ক্রমেই গাঢ় হয়েছে এই বন্ধুত্বের রঙ। (ছবি-ফেসবুক)
5/6এই মুহূর্তে স্টার জলসার একদম নতুন সিরিয়াল ‘গাঁটছড়া’তে সিংহ রায় বাড়ির মেজো ছেলের চরিত্রে অভিনয় করছেন অনিন্দ্য, তাঁর চরিত্রটি পুরোদস্তুর রোমিও। বড় দাদা ঋদ্ধিমান সিংহ রায়কে (গৌরব) দেখলেই হিংসেয় জ্বলে সে।
6/6বুধবার ‘গাঁটছড়া’র সেটেই কেক কেটে জন্মদিন সেলিব্রেট করলেন অনিন্দ্য, দু-পাশে দেখা মিলল গৌরব ও শোলাঙ্কির।