ডিপ নেকলাইন, কোমরের কাছে কাটা শরীর চাপা কালো ওয়ানপিসে লাস্যময়ী মিমি। নায়িকাকে দেখে টলিপাড়া বলছে- ‘হায় গরমি!’
1/6বছর শেষে তিলোত্তমার ঠাণ্ডা আবহওয়ায় উষ্ণতার পারদ চড়াচ্ছেন টলিউডের তারকা সাংসদ মিমি চক্রবর্তী। নতুন বছরকে একদম গ্ল্যামারাস অবতারে স্বাগত জানাতে তৈরি মিমি। বছর শেষে কালো ওয়ানপিসে লাস্যময়ী অবতারে ধরা দিলেন নায়িকা। (ছবি-ইনস্টাগ্রাম)
2/6কোঁকড়ানো খোলা চুল, উন্মুক্ত কোমরের ভাঁজে চুঁইয়ে পড়ছে উষ্ণতা। টলিউডের এই সিঙ্গল কন্যার বাঁকা চাউনি ঝড় তুলছে লক্ষ পুরুষ হৃদয়ে।
3/6মিমির ছবিতে আগুনের ইমোজি যোগ করেছেন বং ক্রাশ আবির। পালটা চুমুও ছুঁড়ে দিয়েছেন মিমি। অন্যদিকে প্রযোজক মহেন্দ্র সোনি কমেন্ট বক্সে লেখেন, ‘আহ.. এ সবের কী দরকার'। জবাবে মিমি লেখেন, ‘হাহাহা’, সঙ্গে জুড়ে দেন ভেংচি কাটার ইমোজি। তবে শুধু টলিউডের পুরুষ সহকর্মীরাই নন, মিমির ছবিতে ফিদা শ্রাবন্তীও।
4/6টলিউডের অন্যতম গ্ল্যামারাস নায়িকা তিনি। তবে অভিনয় কেরিয়ারের পাশাপাশি এখন সমানভাবে ব্যালেন্স করে চলছেন নিজের রাজনৈতিক কেরিয়ারও। যাদবপুরের তৃণমূল সাংসদের এই সাম্প্রতিক ফটোশ্যুটে চোখ আটকে সকলের।
5/6বছর শেষের আগে নতুন জোড়িদারের সঙ্গেও ধরা দিয়েছেন মিমি। দিন কয়েক আগেই মুক্তি পেয়েছে তাঁর নতুন সিঙ্গল ‘তুই আর আমি'। এই গানে বাংলাদেশের হিরো নিরবের বিপরীতে কাজ করেছেন তৃণমূলের তারকা সাংসদ।
6/6বক্স অফিসে মিমির শেষ রিলিজ ছিল বাজি। দুর্গাপুজোয় মুক্তি পাওয়া এই ছবি তেমন সাড়া ফেলেনি। এরপর অরিন্দম শীলের সঙ্গে ‘খেলা যখন’ এবং মৈনাক ভৌমিকের ‘মিনি’ ছবির শ্যুটিং সেরেছেন মিমি। (ছবি-ইনস্টাগ্রাম)