নুসরতের প্রশ্নের পালটা জবাবও দিলেন মিমি। নায়িকার কথায়- এমন হাঁটার কী মানে? যদি মন না নাচে!
1/5এই মুহূর্তে বাজির শ্যুটিংয়ে লন্ডনে রয়েছেন মিমি চক্রবর্তী। অন্যদিকে স্বস্তিক সংকেতের শ্যুটিং নিয়ে টেমসের পারে অবস্থিত এই শহরের দিন কাটছে নুসরতেরও। কাজের ফাঁকে গল্প-আড্ডা-খাওয়া, দাওয়া সবই চলছে পুরোদমে। সঙ্গে একে অপরেরর ‘লেগ পুল’ করার সুযোগও হাতছাড়া হচ্ছে না। (ছবি-ইনস্টাগ্রাম)
2/5শুক্রবার মিমি ইনস্টাগ্রামে ছবি পোস্ট করলেন লন্ডন ডায়েরির নতুন ঝলক। যেখানে কালো ট্র্যাক প্যান্ট, হলুদ-কালো টপ ও স্নিকারে পাওয়া গেল নায়িকাকে। বলা যায় লন্ডনের শীত শীত আবহে সকাল সকালে জগিং করার সময়েই একদম উত্ফুল্লিত চিত্তে ফ্রেমবন্দি মিমি। (ছবি-ইনস্টাগ্রাম)
3/5এক জোড়া ছবি পোস্ট করে মিমি ক্যাপশনে লেখেন- ‘জীবন খুব ছোট ঘৃণা করবার জন্য’। আর এই পোস্টের কমেন্ট বক্সে নুসরত মজা করে লিখলেন- ‘হ্যাঁ রে বোনু তুই হাঁটছিস না নাচছিস’।
4/5নুসরতের এই মন্তব্যের পালটা জবাব দিতে ছাড়েননি মিমি। তিনি বোনুয়া বলে দেন- ‘ এমন হাঁটার কী অর্থ যদি মন না নাচে?’ (ছবি-ইনস্টাগ্রাম)
5/5 মিমি লন্ডনে পৌঁছানোর পর থেকেই দেখা করার সুযোগ খুঁজছিলেন এই দুই তারকা সাংসদ। অবশেষে গত রবিবার রাতে দেখা করার পর্ব সেরে নিয়েছেন মিমি ও নুসরত। পুজোয় মুক্তি পাচ্ছে এই জুটির ছবি SOS কলকাতা। ছবি মুক্তির আগেই শ্যুটিংয়ের কাজ সেরে কলকাতা ফিরবেন মিমি ও নুসরত। (ছবি-ইনস্টাগ্রাম)
অন্য গ্যালারিগুলি
No Network
Server Issue
Internet Not Available
Wait for it…
Log in to our website to save your bookmarks. It'll just take a moment.