1/5বরফের মাঝে ছুটির মজা নিচ্ছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। ট্রেকে গিয়েছেন নায়িকা। সেখান থেকে একাধিক ছবি নিজের ইনস্টা স্টোরিতে শেয়ার করে নিয়েছেন! গাঢ় বেগুনি রঙের জ্যাকেটে হাতে লাঠি নিয়ে দেখা মিলল তাঁর।
2/5ঘুরতে যেতে পছন্দ করেন বরাবরই। এমনকী, কোথাও গেলে সেখানকার ছবি বা ভিডিয়ো অনুরাগীদের সাথে শেয়ার করতেও ভোলেন না। ইউটিউবে আপলোড করেন ট্র্যাভেল ব্লগও।
3/5তা মিমি এবার কোথায় গেলেন? জানা যাচ্ছে সিকিম বা নর্থ বেঙ্গলের কোনও পাহাড়ি গ্রামেই রয়েছেন এখন। চোখে সানগ্লাস, হাইনেক সোয়েটারের উপর পাফার জ্যাকেট, গ্লাভস, রোদ চশমা পরে তৈরি ঠান্ডার মোকাবিলায়।
4/5মিমির সারমেয়-প্রেম কারওরই অজানা নয়। তাঁর দুটি চারপেয়ে সন্তানও রয়েছে। আর পাহাড়ে গিয়ে তাঁদেরই মিস করছেন। মন ভোলাতে সঙ্গী বানিয়েছেন এই পাহাড়ি কুকুরটিকে।
5/5চলতি মাসেই করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি। সেই সময় জানিয়েছিলেন বাড়ির বাইরে পা না রেখেও করোনা বাসা বেঁধেছে তাঁর শরীরে। আর সেরে উঠেই চলে গিয়েছেন ছুটি কাটাতে, সময় কাটাতে নিজের সাথে।