1/7বছরের শেষ লগ্নে পৌঁছে দুবাইয়ে বেড়াতে গিয়েছেন অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তী। নতুন বছরকেও মরু শহরেই স্বাগত জানালেন নায়িকা। ৩১ ডিসেম্বর রাতে কালো রঙের ঝলমলে গাউনে তাক লাগালেন মিমি। (ছবি-ইনস্টাগ্রাম)
2/7এমনিতে খুব বেশি মেক-আপ লাগানো না-পসন্দ নায়িকার। তবে ৩১ ডিসেম্বরের রাত ভরে কথা, এটিন চড়া পার্টি মেক-আপকেই পাওয়া গেল মিমিকে। সঙ্গে ঢেউ খেলানো খোলা চুলে পুরুষ মনের ধুকপুকানি বাড়ালেন মিমি। (ছবি-ইনস্টাগ্রাম)
3/7এক গুচ্ছ ছবি পোস্ট করে ক্যাপশনে মিমি লেখেন- ‘তোমাদের ভালোবাসা পাঠালাম, শুভ নতুন বছর ২০২১’। (ছবি-ইনস্টাগ্রাম)
4/7এর আগে বৃহস্পতিবার সকালে একটি ছবি পোস্ট করে কাতর আর্জি জানিয়েছিলেন মিমি। তাঁর বক্তব্য ‘২০২১, অনেক আশা নিয়ে আছি। ঠকিয়ো না কিন্তু আমাদের’। (ছবি-ইনস্টাগ্রাম)
5/7মিমি মুঠোফোনে বন্দি দুবাইয়ের নিউ ইয়ার সেলিব্রেশনের ঝলক।
6/7নতুন বছরের প্রথম দিন ভিডিয়ো বার্তা পোস্ট করে সকলকে শুভেচ্ছা জানালেন মিমি। হলুদ জংগলা প্রিন্টেট টপে পাওয়া গেল নায়িকাকে।
7/7দুবাইয়ে উষ্ণতার পারদ চড়াচ্ছেন মিমি। ক্রপ টপ আর লাল প্যান্টে আবেদনময়ী নায়িকা।
অন্য গ্যালারিগুলি
No Network
Server Issue
Internet Not Available
Wait for it…
Log in to our website to save your bookmarks. It'll just take a moment.