ডিএ আন্দোলনের সেঞ্চুরি পার হয়েছে। তবে এখনও সেই আন্দোলন জারি রয়েছে। আগামীতেও তা জারি থাকবে বলেই আভাস মিলেছে সরকারি কর্মীদের তরফ থেকে। এরই মাঝে এবার ডিএ আন্দোলনকারীদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসলেন রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি।
1/5রবিবার পূর্ব মেদিনীপুর জেলার সরকারি কর্মচারী ফেডারেশনের একটি সভা অনুষ্ঠিত হয়েছিল। সেখানেই শাসকদলের বেশ কয়েকজন হেভিওয়েট নেতা উপস্থিত ছিলেন। সেখানে বক্তব্য পেশ করেন অখিল গিরি, মানস রঞ্জন ভুঁইয়ারা। নিজের বক্তৃতায় ডিএ আন্দোলনকারীদের বেতন কাটার নিদান দেন অখিল গিরি। এদিকে মানস ভুইঁয়া 'অন্তর্ঘাতে'র বিষয়ে সতর্ক করে দেন। (Saikat Paul)
2/5এদিন অখিল গিরি বলেন, 'যাঁরা ধরনায় বসেছেন তাঁরা নিজেদের দায়িত্ব পালন না করেই আন্দোলন করছেন। আমার মতে তাঁদের বেতন পাওয়া উচিত না। মুখ্যমন্ত্রী নিজে জানিয়েছেন যে ভূমি দফতর এবং ফার্মেসির দফতরের কর্মচারীদের কাজে তিনি অসন্তুষ্ট।' (Saikat Paul)
3/5এরপর মন্ত্রী বলেন, 'আমি নিজে তিন থেকে চারজন বিএলআরও-র কাজে খুশি নই। আমি তাঁদের নাম দিয়ে এসেছি বদলির জন্য। পুলিশের এক আধিকারিক গিয়েছিলের এর মধ্যে এক বিএলআরও-র কাছে। সেই পুলিশকর্তার থেকেও কুড়ি হাজার টাকা নিয়ে নিয়েছে। টাকা না দিলে কেউ কাজ করছে না।' (Saikat Paul)
4/5অখিল গিরি আরও বলেন, 'সরকারি হাসপাতালে গিয়ে আমি দেখলাম রাতে একজন রোগীর একটা ওষুধ লাগবে। হাসপাতালে সে ওষুধ রয়েছে। তবে তাও সেই রোগীর পরিজনকে বাইরে পাঠানো হল ওষুধ কেনার জন্য। সরকার তাহলে যে ওষুধটা দিল, সেটা কোথায় গেল? এতে সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।' (Saikat Paul)
5/5এরপর ডিএ আন্দোলনকারীদের নিয়ে কারামন্ত্রী বলেন, 'অফিস করবে না, দিনের পর দিন কামাই করবে। আর তা সত্ত্বেও বেতন নেবেন? এই আন্দোলনকারীদের বেতন কেটে নেওয়া হোক। অফিস করো, কাজ করো, তাহলে বেতন পাবেন। দিনের পর দিন অফিস কামাই করে ধরনায় বসে বা আন্দোলন করলে হবে না। দায়িত্ব পালন না করে অধিকার আদায় করতে গেলে হবে না।' (Saikat Paul)