বেশ কয়েকদিন ধরেই মিঠাই-এর গল্পে ঠাঁই হয়নি ধারার। এবার জানা গেল আসল কারণ। বাধ্য হয়ে মিঠাই ছাড়লেন অর্কজা আচার্য।
1/7সুখে-দুখে মিষ্টি মুখে ৫০০ পর্ব পার করে ফেলেছে মিঠাই। সম্প্রতি সেই মাইলফলক ছোঁয়ার জমাটি সেলিব্রেশনও করেছে পুরো টিম। তবে এর মাঝেই এল মন খারাপ করে দেওয়া খবর। মিঠাই সিরিয়াল থেকে বিদায় নিচ্ছে এক জনপ্রিয় চরিত্র!
2/7গত কয়েকদিন ধরেই জোর চর্চায় মিঠাই। আদৃত-কৌশাম্বী-সৌমিতৃষার সম্পর্কের টানাপোড়েন হোক বা টিআরপি তালিকায় উঠাপড়া- সংবাদ শিরোনামে রয়েছে মিঠাই। এর মাঝেই জানা গেল মিঠাই সিরিয়ালে আর দেখা যাবে না বসুন্ধরাকে, যাঁকে ধারা নামেই সবাই চেনে। (ছবি-ইনস্টাগ্রাম)
3/7ধারা চরিত্রটা বেশ কয়েকদিন ধরেই মিসিং ধারা। কেন অর্কজাকে দেখা যাচ্ছে না? সেই প্রশ্ন অনেকের মনেই ভিড় করেছিল। এবার নিজেই সত্যিটা জানিয়ে দিলেন অর্কজা। তিনি জানালেন, আর কখনও মিঠাইতে দেখা যাবে না তাঁকে। (ছবি-ইনস্টাগ্রাম)
4/7এক প্রকার বাধ্য হয়েই এই সিরিয়াল ছেড়েছেন অর্কজা। রুদ্রর লাভ ইন্টারেস্ট হয়ে গল্পে এন্ট্রি নিয়েছিলেন ধারা। নিপা স্বভাবতই ধারাকে দেখে তেলে বেগুণে জ্বলে উঠত। রাজীব কুমারের বোন মোদক বাড়ির সবার মন জিতে নিয়েছিল, রুদ্র নিজেও মনের কথা বলেছিল ধারাকে। তবে সকলকে চমকে দিয়ে ধারা রুদ্রর প্রেম প্রস্তাব ফিরিয়ে দেয়। জানায়, সে অন্য কাউকে কথা দিয়ে ফেলেছে।
5/7ধারা চরিত্রটা দিন দিন গুরুত্ব হারায় এর পর, এরই মাঝে এই নতুন সিরিয়ালে মুখ্য ভূমিকায় অভিনয়ের সুযোগ চলে আসে অর্কজার কাছে, তাই মিঠাই ছেড়ে দিলেন অর্কজা।
6/7সম্প্রতি মিঠাই-এর ৫০০ এপিসোডের সেলিব্রেশনেও শামিল হয়েছিলেন অর্কজা। আগামিতে তাঁকে আকাশ ৮-এর আসন্ন সিরিয়ালে লিড চরিত্রে দেখা যাবে, তবে খবর।
7/7থিয়েটারের পরিচিত মুখ অর্কজা, ‘ওগো নিরুপমা’ সিরিয়ালের সঙ্গে ছোট পর্দায় পদাপর্ণ তাঁর। ইতিমধ্যেই দর্শক মনে আলাদা জায়গা করে নিয়েছেন তিনি। তাহলে অর্কজাকে মিঠাই সিরিয়ালে কতটা মিস করবেন আপনারা? (ছবি ইনস্টাগ্রাম)