জি বংলার ‘সুদীপার রান্নাঘরে’ এবার বিশেষ অতিথি হিসেবে দেখা মিলবে ‘মিঠাই’ সৌমতৃষা কুণ্ডুর।
1/5সুদীপার সাথে রান্নাঘরের শ্যুটিং করলেন সৌমতৃষা। চ্যানেলের তরফে প্রোমো শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে সুদীপাকে ‘দিদি’ ডেকে একেবারে বাপের বাড়ির আদর খাচ্ছেন মিঠাইরানি।
2/5মিঠাই তার ধারাবাহিকে যতই মিষ্টিতে পারদর্শী হোক, এখানে সে রাঁধল ঝাল ঝাল চিংড়ির মনোহরা। সৌমি যে রান্না করতে পারেন, তা দেখে বেশ অবাক হয়েছে তাঁর অনুরাগীরা।
3/5জনাইয়ের বিখ্যাত মিষ্টি সাথে করে নিয়ে রান্নাঘরে এসেছিলেন সৌমতৃষা। যদিও এদিনও তাঁকে মিঠাইয়ের সাজেই দেখা গেল।
4/5সুদীপা নিজের হাতে সাজিয়ে দেন মিঠাইয়ের থালা। লুচি-আলুরদম, পোশাও আর মিঠাইয়ের প্রিয় চিংড়ি ছিল মেনুতে।