Mithai scores lowest numbers in TRP: তলানিতে টিআরপি। সম্প্রচার শুরুর পর সবচেয়ে কম নম্বর পেল মোদক পরিবার। এবার কি সত্যি শেষের পথে এই জনপ্রিয় মেগা?
1/7৫৬ বারের বেঙ্গল টপার মিঠাই। কিন্তু বর্তমানে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে এই সিরিয়ালের। সেরা পাঁচেও গত কয়েক সপ্তাহ ধরে জায়গা না পাওয়া মিঠাই, এইবার নেমে গেল ৭ নম্বরে। হ্যাঁ, টিআরপি তালিকায় মাধবীলতার সঙ্গে যৌথভাবে সপ্তম স্থান পেয়েছে মিঠাই। (ছবি-ইনস্টাগ্রাম)
2/7দীর্ঘদিন এক নম্বর স্থান ধরে রাখা সহজ নয়। কিন্তু তা বলে এমন দুর্দশার কারণ কী? সেই নিয়ে বিস্তর কাটাছেঁড়া চলছে সোশ্যাল মিডিয়ায়। মিঠাইয়ের টিআরপি হুড়মুড়িয়ে কমবার কারণ কী? সেই নিয়ে ফ্যান পেজ আলোচনার ঝড়। অধিকাংশই দুষছে চ্যানেল কর্তৃপক্ষ এবং ক্রিয়েটিভ টিমকে। পাশাপাশি উঠে আসছে আরও একটা তত্ত্বও।
3/7এক ভক্তর দাবি,' সিরিয়াল চলাকালীন নায়ক নায়িকার পার্সোনাল লাইফ নিয়ে অতিরিক্ত চর্চা হলে এবং বিশেষত তাদের সম্পর্ক ভালো না জানলে অনেকেই স্বাভাবিক ভাবে সেটা নিতে পারেন না। …অনেকেই মনে করছে সিধাই মোমেন্টস না থাকার পিছনেও এটাই কারন। ব্যক্তিগত জীবন নিয়ে এই আলোচনা এখনই বন্ধ হওয়া উচিত'। (ছবি- জি ফাইভ)
4/7গত কয়েক মাসে আদৃত-সৌমিতৃষার মধ্যেকার ঝামেলা হোক বা কৌশাম্বী-আদৃতের প্রেমের চর্চা- মিঠাই তারকাদের ব্যক্তিগত জীবন থেকেছে লাইমলাইটে। আদৃতের সঙ্গে কোনওরকম সমস্যার কথা হেসে উড়িয়ে দিয়েছেন সৌমিতৃষা। নায়কের প্রতি দুর্বলতার কথাও অস্বীকার করেছেন তিনি। কিন্তু তাতেও চর্চা থামেনি।
5/7কিন্তু শুধু ব্যক্তিগত জীবনের চর্চাই কাল হয়েছে? দীর্ঘদিন ধরে মিঠাই-এর প্রতি উদাসীনতা দেখাচ্ছে চ্যানেল, উঠছে অভিযোগ। সব সিরিয়ালের প্রোমো সামনে এলেও মিঠাই-এর নতুন প্রোমো আসছে না, অভিযোগে সরব ফ্যানেরা। পাশাপাশি আগের দিন থেকেই ওটিটি প্ল্যাটফর্মে নতুন এপিসোড দিয়ে দেওয়াটাও টিআরপি-র অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে। (ছবি- জি ফাইভ)
6/7পাশাপাশি মিঠাই-এর বর্তমান ট্র্যাক নিয়েও অখুশি অনেকেই। মিঠাই যেন বড্ড সংসারি। বরের সঙ্গে প্রেমই করে না! সেখানে অন্য সিরিয়ালে নায়ক-নায়িকার রোম্যান্স দেখিয়েই বাজিমাত করছে।
7/7বর্তমানে জি বাংলার সবচেয়ে পুরোনো মেগা মিঠাই। দ্রুত পুরোনো হাল না ফেরাতে পারলে কোপ পারতে পারে মিঠাই-এর উপরেও। অন্তত সেই সম্ভাবনা একেবারে নেই এমনটা বলা যাচ্ছে না। ঘুরে দাঁড়াতে সফল হবে এই সিরিয়াল? সেটাই এখন দেখবার।