প্রায় দু'দশকের টেস্ট কেরিয়ারে লাল বলে খুব বেশি ম্যাচ খেলা হয়নি মিতালি রাজের। তাতেই আন্তর্জাতিক ক্রিকেটে নিজের আলাদা ছাপ রাখেন তিনি।
1/5মিতালি রাজ প্রথম টেস্ট খেলেছেন ২০০২ সালের জানুয়ারিতে। শেষ টেস্ট খেলছেন ২০২১-এর অক্টোবরে। মিতালির টেস্ট কেরিয়ার স্থায়ী হয় ১৯ বছর ২৬২ দিন, যা টেস্টের ইতিহাসে দ্বিতীয় দীর্ঘতম।
2/5মিতালি রাজ সব থেকে কম বয়সে টেস্টে ডাবল সেঞ্চুরি করেন। তিনি ১৯ বছর ২৫৪ দিন বয়সে এমন কৃতিত্ব অর্জন করেন।
3/5টেস্টের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ (২১৪) ব্যক্তিগত ইনিংসের মালকিন হলেন মিতালি রাজ।
4/5সব থেকে কম বয়সে টেস্টে ক্যাপ্টেন্সি করার নিরিখে তিন নম্বরে জায়গা করে নেন মিতালি। তিনি ২২ বছর ৩৫৩দিন বয়সে টেস্টে ভারতকে নেতৃত্ব দেন।
5/5মেয়েদের টেস্টে এক ইনিংসের সব থেকে বেশি ৩টি ক্যাচ ধরার রেকর্ড রয়েছে মিতালির নামে।