রোজকার জীবনে এখন অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে মোবাইল বস্তুটি। আর রোজ পথেঘাটে, বাড়িতে বিছানায় এটি ব্যবহার করা হয় বলে ময়লাও ভালোই জমে। সেই ময়লা কী দিয়ে পরিষ্কার করলে তাড়াতাড়ি তোলা যেতে পারে জানেন?
1/6রোজকার জীবনে এখন অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে মোবাইল বস্তুটি। আর রোজ পথেঘাটে, বাড়িতে বিছানায় এটি ব্যবহার করা হয় বলে ময়লাও ভালোই জমে। পাঁচটি জিনিস দিয়ে মুছলেই ময়লা উধাও হবে নিমেষে। (Freepik)
2/6শুকনো রুমাল: মোবাইল ফোন মোছার জন্য শুকনো রুমাল দারুণ কাজ দেয়। অনেক সময় বাইরে ঘোরার কারণে ফোনের উপর রাস্তার ধুলোময়লা জমে। শুকনো রুমাল দিয়ে একবার টান দিলেই সেই ময়লা তুলে ফেলে সম্ভব। (Freepik)
3/6স্যানিটাইজার: এখন হাত ধোয়ার জন্য অনেকেই স্যানিটাইজার ব্যবহার করেন। এই স্যানিটাইজার ফোন স্যানিটাউজ করার জন্য দারুণ কার্যকরী হতে পারে। এক-দু ফোঁটা স্যানিটাইজার দিয়ে ফোন মুছে নিলেই আর ভয় না রোগ ছড়ানোর। (Freepik)
4/6সাবান জলের স্প্রে: সাবান জলের স্প্রে করে তারপর ফোন মোছা যেতে পারে। তবে ফোনের কোনও ছিদ্র বা ফাটা স্থানে সেই জল যেন না ঢোকে। তাহলেই কিন্তু ফোন নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। (Freepik)
5/6ভেজা কাপড়: ভেজা কাপড় জল ঝরিয়ে নিন। তারপর সেটি দিয়েই ফোন পরিস্কার করা যেতে পারে। এতে ফোনে জমে থাকা ময়লা সহজেই পরিষ্কার হয়ে যায়। (Freepik)
6/6সার্ভিসিং সেন্টারে নিয়ে যান: অনেকসময় ফোনের ছিদ্রে, জয়েন্টে বা ফাটা স্থানেও ময়লা জমে যায়। এই ময়লা নিজে পরিষ্কার করতে গেলে ফোন নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। তার থেকে সার্ভিসিং সেন্টারে নিয়ে যেতে পারেন। (Freepik)