Mobile Plans Comparison: ৩৬৫ দিন বা ২৮ দিনের রিচার্জে কোন সংস্থার প্ল্যানে খসবে কত? একনজরে ট্যারিফের তুলনা
Updated: 04 Jul 2024, 02:55 PM ISTএই সপ্তাহেই জিও, এয়ারটেল এবং ভোডাফোন-আইডিয়া তাদের ট্যারিফ বৃদ্ধি করেছে। এক একটি সংস্থা প্রায় ১১ থেকে ২৫ শতাংশ পর্যন্ত ট্যারিফ বৃদ্ধি করেছে। এদিকে সরকারও এই মোবাইল প্ল্যানের দাম বাড়ানোর ক্ষেত্রে হস্তক্ষেপ করবে না বলে জানা গিয়েছে। এই আবহে দেখে নিন কোন সংস্থার প্ল্যান সবচেয়ে সস্তা।
পরবর্তী ফটো গ্যালারি