Modi 3.0 Government Updates: জোটের চাপেও মোদীর 'ছাপ', বাধ্যবাধকতার মাঝে কোন বড় মন্ত্রকগুলি ছাড়তে নারাজ BJP?
Updated: 09 Jun 2024, 09:46 AM IST২০১৪ ও ২০১৯ সালের মতো এবারের মোদী সরকারে বিজেপির একাধিপত্য থাকবে না। কারণ মোদী ৩.০-র স্থায়িত্ব নির্ভর করে থাকবে জোটসঙ্গীদের ওপরে। ২৪০ পাওয়া বিজেপি দেশের বৃহত্তম দল বটে, তবে ম্যাজিক ফিগারের থেকে তারা অনেক দূরে। তবে এর মাঝেও সরকারে নিজের ছাপ ফেলতে চলেছেন সেই মোদী।
পরবর্তী ফটো গ্যালারি