নরেন্দ্র মোদী বলেন, ভারতকে বিভিন্ন ধরনের পর্যটন ক্ষেত্রের সম্ভাবনাকে চাঙ্গা করতে উদ্যোগ নিতে হবে। বিশেষত হিমালয় সংলরগ্ন এলাকা, জঙ্গল, হেরিটেজ, আধ্যাত্মিক দিক, এবং উত্তরপূর্ব। তিনি বলেন, এই এলাকাগুলিকে স্বাধীনতার পরবর্তী সময় থেকে অবহেলা করা হয়েছে। এমনকি বার্ড ওয়াচিং করার ভালো জায়গা বেছে সেখানেও পর্যটনকে পোক্ত করতে হবে।
1/6বাজেট পরবর্তী ওয়েবিনারে অংশ নিয়ে এদিন একাধিক বিষয়ে ফোকাস করেন নরেন্দ্র মোদী। মূলত পর্যটনবিভাগকে চাঙ্গা করতে ভারতেক প্রধানমন্ত্রী একাধিক বিষয় তুলে ধরেন। তিনি আহ্বান জানান, যাতে কার্যকরিভাবে বাজেট লাগু হয়। প্রধানমন্ত্রী বলেন, দেশের পর্যটনবিভাগকে চাঙ্গা করতে কিছু অন্যরকমের ভাবনা নিয়ে ভবিষ্যতের কথা ভেবে এগিয়ে চলতে হবে। তিনি তুলে ধরেন, ২০২৩ সালের বাজেট কীভাবে কর্মসংস্থান ও বিনিয়োগের দিকগুলিকে চাঙ্গা করতে পারে, তার কথা। একনজরে দেখে নেওয়া যাক নরেন্দ্র মোদীর বার্তার কয়েকটি পয়েন্ট। (ANI Photo) (ANI)
2/6নরেন্দ্র মোদী বলেন, ভারতকে বিভিন্ন ধরনের পর্যটন ক্ষেত্রের সম্ভাবনাকে চাঙ্গা করতে উদ্যোগ নিতে হবে। বিশেষত হিমালয় সংলরগ্ন এলাকা, জঙ্গল, হেরিটেজ, আধ্যাত্মিক দিক, এবং উত্তরপূর্ব। তিনি বলেন, এই এলাকাগুলিকে স্বাধীনতার পরবর্তী সময় থেকে অবহেলা করা হয়েছে। এমনকি বার্ড ওয়াচিং করার ভালো জায়গা বেছে সেখানেও পর্যটনকে পোক্ত করতে হবে। (ANI Photo) (ANI)
3/6শুক্রবারের এই ওয়েবিনারে ‘ডেভেলপিং টুরিজিম ইন মিশন মোড’ শীর্ষক এই অনুষ্ঠানে নরেন্দ্র মোদী বলেন, ধর্মীয় স্থানগুলিকে নতুন করে পর্যটকদের আকর্ষণের কেন্দ্র করে তুলতে হবে। তিনি জানান, কাশী বিশ্বনাথ ধামে নতুন করে সাজিয়ে তোলার পর ৭ কোটি পর্যটক এসেছেন। স্ট্যাচু অফ ইউনিটি ও কেদারনাথেও একই উন্নতি দেখা যায়। (ANI Photo) (ANI)
4/6মোদী বলেন, অনেকে মনে করেন পর্যটন খুবই ‘ফ্যান্সি শব্দ’এটি উচ্চ রোজগারের উপায়। তিনি বলেন, এর একটি অর্থ সামাজিক প্রেক্ষাপট রয়েছে। তিনি এই বিষয়ে কাতারে ফিফা বিশ্বকাপ আয়োজনের প্রসঙ্গ তুলে পর্যটন চাঙ্গা করার কথা বলেন। (PTI Photo)(PTI03_03_2023_000128B) (ANI)
5/6পর্যটনকে চাঙ্গা করতে তিনি পরিকাঠামো গঠনের কথা বলেন। এছাড়াও ভারতের পর্যটক সম্পর্কিত অ্যাপগুলিকে আরও বেশি শক্তিশালী করার কথা বলেন মোদী। এছাড়াও পর্যটন চাঙ্গা করতে বিভিন্ন ভাষার সাইনবোর্ড লাগানো সমেত একাধিক বার্তা দেন মোদী। এছাড়াও পেশাগত জীবনে ট্যুর গাইড হওয়ার পড়াশোনাও যাতে করার প্রসঙ্গ তোলেন মোদী, যাতে বিদেশি পর্যটকদের নজর কাড়া যায়। . (PTI Photo)(PTI03_03_2023_000130B) (ANI)
6/6মোদী বলেন, সীমান্তের গ্রামগুলিকে এই মর্মে হোমস্টে বা হোটেল ব্যবসায় চাঙ্গা করতে হবে। তা ছাড়া ডেস্টিনেশন ওয়েডিং এর ক্ষেত্রে ভারতের পর্যটনক্ষেত্রগুলি যাতে সবচেয়ে প্রথম পছন্দ হয়, সেদিকে নজর দিতে বলেন প্রধানমন্ত্রী। (AP Photo/Manish Swarup) (ANI)