বাংলা নিউজ > ছবিঘর > Narendra Modi: পর্যটনকে চাঙ্গা করতে 'ডেস্টিনেশন ওয়েডিং', ধর্মীয় স্থান সমেত একাধিক বিষয়ে ফোকাসের বার্তা মোদীর

Narendra Modi: পর্যটনকে চাঙ্গা করতে 'ডেস্টিনেশন ওয়েডিং', ধর্মীয় স্থান সমেত একাধিক বিষয়ে ফোকাসের বার্তা মোদীর

নরেন্দ্র মোদী বলেন, ভারতকে বিভিন্ন ধরনের পর্যটন ক্ষেত্রের সম্ভাবনাকে চাঙ্গা করতে উদ্যোগ নিতে হবে। বিশেষত হিমালয় সংলরগ্ন এলাকা, জঙ্গল, হেরিটেজ, আধ্যাত্মিক দিক, এবং উত্তরপূর্ব। তিনি বলেন, এই এলাকাগুলিকে স্বাধীনতার পরবর্তী সময় থেকে অবহেলা করা হয়েছে। এমনকি বার্ড ওয়াচিং করার ভালো জায়গা বেছে সেখানেও পর্যটনকে পোক্ত করতে হবে। 

অন্য গ্যালারিগুলি