গত ২০২১-২২ অর্থবর্ষে উল্লেখযোগ্য হারে বৃদ্ধি। কেন্... more
গত ২০২১-২২ অর্থবর্ষে উল্লেখযোগ্য হারে বৃদ্ধি। কেন্দ্রীয় সরকারের মোট কর রাজস্ব বাড়ল ৩৪%।
1/5মোট কর রাজস্বের পরিমাণ ২৭.০৭ লক্ষ কোটি টাকা। লক্ষ্যমাত্রার থেকে যা প্রায় ৫ লক্ষ কোটি টাকা বেশি। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স) (ANI)
2/5বিশেষজ্ঞদের মতো, মহামারী পরিস্থিতির পর দ্রুত অর্থনৈতিক পুনরুদ্ধারের লক্ষণ এটি। ফাইল ছবি: রয়টার্স (ANI)
3/5প্রত্যক্ষ কর ৪৯% এবং পরোক্ষ কর ২০% বৃদ্ধি পেয়েছে। (ছবি সৌজন্য এএনআই) (ANI)
4/5এর আগের অর্থবর্ষে মোট রাজস্ব সংগ্রহ ছিল ২০.২৭ লক্ষ কোটি টাকা। কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের কথায়, ২০১৯-২০ এবং ২০২০-২১-এ মহামারী পরিস্থিতি ছিল। সেই কারণে সেই দুই বছর রাজস্ব আদায় কম ছিল। ফাইল ছবি: রয়টার্স (ANI)
5/5কর রাজস্ব বৃদ্ধি ২০২১-২২ সালে ভারতের কর-জিডিপি অনুপাত ১১.৭%-এ উন্নীত হয়েছে। ফাইল ছবি: পিটিআই (ANI)