বাংলা নিউজ > ছবিঘর > Modi's Message before G20: ভারত চাইছে বিশ্বকে একজোট করতে, জি২০ এর আগে রুশ-ইউক্রেন সংঘাতের আবহে বার্তা মোদীর

Modi's Message before G20: ভারত চাইছে বিশ্বকে একজোট করতে, জি২০ এর আগে রুশ-ইউক্রেন সংঘাতের আবহে বার্তা মোদীর

গত বছর ডিসেম্বরে ভারতের হাতে আসে জি২০ এর সভাপতিত্ব। তারপর থেকে ৩২ টি সেক্টরে জি ২০ ঘিরে নানান বৈঠক আয়োজন করে ভারত। দেশের বিভিন্ন জায়গায় সেই বৈঠক আয়োজিত হয়েছে। এরপর ৯ থেকে ১০ সেপ্টেম্বর দিল্লিতে জি২০ এর শীর্ষ সম্মেলন আয়োজিত হতে চলেছে।