মইন আলির ভিসা এখনও পাওয়া যায়নি, তাই তিনি কেকেআরের বিরুদ্ধে প্রথম ম্যাচে খেলতে পারবেন না। সম্ভবত ২৬ এর প্রথম ম্যাচে তাকে মাঠের বাইরে থাকতে হতে পারে। ফলে মইন আলিকে ছাড়াই গেম প্ল্যান তৈরি করবেন ধোনি।
1/7আইপিএল ২০২২-এর জন্য তৈরি চেন্নাই সুপার কিংস। উত্তেজনা ক্রমাগত বাড়ছে। কিন্তু এর মধ্যেই রবিবার একটি স্বস্তির খবর বেরিয়েছে। এমএস ধোনির ইয়েলো আর্মি তারকা ওপেনার রুতুরাজ গায়কোয়াড় এবং মিডল অর্ডার ব্যাটসম্যান আম্বাতি রায়ডু তাদের চোট থেকে সেরে উঠেছেন। (ছবি-টুইটার সিএসকে)
2/7মইন আলির ভিসা এখনও পাওয়া যায়নি, তাই তিনি কেকেআরের বিরুদ্ধে প্রথম ম্যাচে খেলতে পারবেন না। সম্ভবত ২৬ এর প্রথম ম্যাচে তাকে মাঠের বাইরে থাকতে হতে পারে। ফলে মইন আলিকে ছাড়াই গেম প্ল্যান তৈরি করবেন ধোনি। (ছবি-টুইটার সিএসকে)
3/7রবিবার CSK শিবির থেকে একটি আপডেট পাওয়া গিয়েছে। CSK ফ্র্যাঞ্চাইজির সিইও কাশী বিশ্বনাথন বলেছেন যে রুতুরাজ গায়কোয়াড তার হাতের চোট থেকে পুরোপুরি সেরে উঠেছেন। এমন পরিস্থিতিতে ২৬ মার্চ কেকেআরের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতেও প্রস্তুত রুতুরাজ। ফলে কিছুটা স্বস্তি পেয়েছেন মাহি। (ছবি-টুইটার সিএসকে)
4/7এছাড়াও আম্বাতি রায়ডুও ইনজুরিতে পড়েছিলেন কিন্তু এখন তিনিও পুরোপুরি ফিট। একই সঙ্গে শিগগিরই মইন আলির ভিসা পাওয়ার আশাবাদি CSK ফ্র্যাঞ্চাইজির সিইও কাশী বিশ্বনাথন। এদিকে মাহিও নিজের প্রস্তুতি সেরে নিচ্ছেন। (ছবি-টুইটার সিএসকে)
6/7মহেন্দ্র সিংহ ধোনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বহু দিন হয়ে গিয়েছে। বয়স ছুঁয়েছে চল্লিশের কোঠা। তবু ক্রিকেটার হিসাবে যে চল্লিশেও চালশে পড়েনি, প্রমাণ করে দিচ্ছেন ধোনি। তার ব্যাটের স্ট্রোক এখনও যেন একই রয়েগিয়েছে। (ছবি-টুইটার সিএসকে)
7/7গতবারের ফাইনালে শাহরুখ খানের নাইটদের হারিয়েই ট্রফি জিতেছিল ধোনির সিএসকে। এবার ২৬ মার্চ, প্রথম দিনই মুখোমুখি গতবারের দুই ফাইনালিস্ট কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংস। দল নিয়ে আশাবাদী মাহি। (ছবি-টুইটার সিএসকে)