কর্মীদের উদ্দেশ্যে প্রকাশিত এক নোটে সংস্থার CEO জানিয়েছেন, 'বর্তমান সামগ্রিক অর্থনৈতিক অনিশ্চয়তার পরিস্থিতিতে আমাদের সংস্থার আর্থিক কাঠামো শক্তিশালী রাখতে প্রায় ২০% প্রতিভাবান FTE (ফুল টাইম এমপ্লয়ি)-র থেকে আমরা বিচ্ছিন্ন হওয়ার এক কঠিন সিদ্ধান্ত নিয়েছি।
1/5ফের ছাঁটাই স্টার্ট-আপ সেক্টরে। এবার 'কোপ' পড়ল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ShareChat এবং শর্ট-ভিডিয়ো প্ল্যাটফর্ম Moj-এর কর্মী সংখ্যায়। মালিক সংস্থা Mohalla Tech থেকে প্রায় ২০% কর্মীকে বরখাস্ত করা হয়েছে। এক অভ্যন্তরীণ নোটে এমনটাই জানিয়েছেন সংস্থার CEO অঙ্কুশ সচদেবা। ফাইল ছবি: টুইটার (Moj)
2/5ইকোনমিক টাইমসের প্রতিবেদন অনুসারে, বেঙ্গালুরু-ভিত্তিক এই সংস্থা থেকে প্রায় ৫০০ জনকে বাদ দেওয়া হয়েছে। এর আগে গত বছর ডিসেম্বরেই প্রায় ১০০ জনকে চিঠি ধরিয়েছিল সংস্থা। ফাইল ছবি: রয়টার্স (Moj)
3/5কর্মীদের উদ্দেশ্যে প্রকাশিত এক নোটে সংস্থার CEO জানিয়েছেন, 'বর্তমান সামগ্রিক অর্থনৈতিক অনিশ্চয়তার পরিস্থিতিতে আমাদের সংস্থার আর্থিক কাঠামো শক্তিশালী রাখতে প্রায় ২০% প্রতিভাবান FTE (ফুল টাইম এমপ্লয়ি)-র থেকে আমরা বিচ্ছিন্ন হওয়ার এক কঠিন সিদ্ধান্ত নিয়েছি। ফাইল ছবি: মোজ (Moj)
4/5তিনি আরও লেখেন, আমরা ২০২১ সালে বাজার অনেকটাই বেশি বাড়বে বলে ভেবে ফেলেছিলাম। তবে বিশ্বজুড়ে কঠিন আর্থিক পরিস্থিতিতে আশানুরূপ ব্যবসায়িক বৃদ্ধি হয়নি। ফাইল ছবি: গুগল প্লে (Moj)
5/5২০১৫ সালে শেয়ারচ্যাট শুরু করেন অঙ্কুশ সচদেবা। সঙ্গে ছিলেন ফরিদ আহসান এবং ভানু প্রতাপ সিং। চিনা অ্যাপ ব্যানের সময় থেকে দ্রুত হারে বাড়ে সংস্থার অ্যাপের ইউজার বেস। বিশেষত ভারতে TikTok অ্যাপের বিকল্প হয়ে দাঁড়ায় Moj অ্যাপ। ফাইল ছবি: মোজ (Moj)