বাংলা নিউজ > ছবিঘর > মন্দার জেরে ShareChat, Moj-এর মালিক কোম্পানি থেকে প্রায় ৫০০ কর্মী ছাঁটাই!

মন্দার জেরে ShareChat, Moj-এর মালিক কোম্পানি থেকে প্রায় ৫০০ কর্মী ছাঁটাই!

কর্মীদের উদ্দেশ্যে প্রকাশিত এক নোটে সংস্থার CEO জানিয়েছেন, 'বর্তমান সামগ্রিক অর্থনৈতিক অনিশ্চয়তার পরিস্থিতিতে আমাদের সংস্থার আর্থিক কাঠামো শক্তিশালী রাখতে প্রায় ২০% প্রতিভাবান FTE (ফুল টাইম এমপ্লয়ি)-র থেকে আমরা বিচ্ছিন্ন হওয়ার এক কঠিন সিদ্ধান্ত নিয়েছি।