Indian Cricket Team- অস্ট্রেলিয়ায় শামিকে পাঠানোর মরিয়া চেষ্টা BCCIর! রঞ্জিতে প্রত্যাবর্তন সেই কারণেই…
Updated: 14 Nov 2024, 10:00 PM ISTরঞ্জি ট্রফিতে ১ বছর পর মাঠে ফিরেই বল হাতে নজর কেড়েছেন শামি। প্রথম দিনে তেমন উইকেট না পেলেও, দ্বিতীয় দিনেই তিনি ঝলক দেখিয়েছেন নিজের। সেরা পারফরমেন্স এখনই আশা করা কঠিন, কারণ সবে চোট কাটিয়ে তিনি ফিরেছেন। তবে বাংলার হয়ে সেরা বোলিং ফিগার রেখেছেন তিনি। একাই তিনি চার উইকেট নেন, বাকিরা কম উইকেট পান।
পরবর্তী ফটো গ্যালারি