ক্লিনশিট রেখে ISLর পয়েন্ট টেবিলের মগডালে MBSG! তবু মোলিনা বলছেন, ‘আরও কয়েকটা ম্যাচ জিততে হবে’,ডিফেন্স নিয়ে করলেন প্রশংসা
Updated: 28 Jan 2025, 08:00 AM ISTফলে অনেকেই মোহনবাগানকে শিল্ড জয়ের কাছে এগিয়ে গেছে ধরে নিলেও বাগান কোচ মোলিনা কিন্তু তা মানতে নারাজ। তাঁর মতে, এক ধাপ এগোনো গেছে শিল্ড জয়ের দিকে, সেকথা সত্য। কিন্তু এখনও অনেকটা পথ বাকি। কারণ বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে দল জিতলেও মুম্বই সিটি, ওড়িশা, কেরল ব্লাস্টার্স, এফসির গোয়ার সঙ্গে ম্যাচ বাকি আছে।
পরবর্তী ফটো গ্যালারি