1/7শীঘ্রই বাবা-মা হতে চলেছেন অজয় দেবগনের রিলের ছেলে মেয়ে। গত ৩১ মার্চ অভিনেত্রী আনুষ্ঠানিকভাবে ইশিতা জানান তিনি মা হতে চলেছেন। আর বাবা হচ্ছেন তাঁর অভিনেতা স্বামী বৎসল শেঠ।
2/7রবিবার মেটারনিটি ফটোশ্যুটের ছবি পোস্ট করেছেন অভিনেত্রী ইশিতা দত্ত। যেখানে স্ফীতোদরের একাধিক ছবি পোস্ট করেছেন ঈশিতা।
3/7মেটারনিটি ফটোশ্যুটে পেঁয়াজের খোসার রঙের একটি গাউন করে ফটোশ্যুট করেছেন ইশিতা। ছবিতে বেবি বাম্পে হাত দিয়ে চেয়ারে বসে থাকতে দেখা যাচ্ছে অভিনেত্রীকে।
4/7মেটারনিটি ফটোশ্যুটের ছবি পোস্ট করে ক্যাপশানে ইশিতা লিখেছেন, ‘ভালোবাসা’। ভিডিয়ো পোস্ট করে হবু সন্তানের উদ্দেশ্যে লিখেছেন, ‘তোমার জন্য অপেক্ষা করছি।’