4/9এদিন সইফিনার ক্রিসমাস সেলিব্রেশনের অংশ হয়েছিল ইব্রাহিমও। সাদা টি-শার্ট ও ডেনিমে পুরোদস্তুত হ্যান্ডসাম হাঙ্ক ইব্রাহিম। পিসির পাশে দাঁড়িয়ে ছবি তুলতে দেখা গেল ইব্রাহিমকে। (ছবি-ইনস্টাগ্রাম, সোহা আলি খান)
5/9এইরকম শানদার ক্রিসমাস ডিনার আয়োজনের জন্য বৌদি করিনাকে বিশেষ ধন্যবাদ জানাতে দেখা গেল সোহাকে। সইফের দুই বোন সোহা এবং সাবার সঙ্গে ভারি ভাব করিনার।
6/9এদিনের ডিনারের এলাহি আয়োজন দেখতে চোখ ধাঁধিয়ে যাবে। সবকিছুতেই ছিল রয়্যাল টাচ। পেটপুজোর মাঝে ছবি তোলাও চলল পুরোদমে।
7/9কাপুর পরিবার এবং পতৌদি পরিবারের সদস্যরা একসঙ্গে কীভাবে ক্রিসমাস পালন করেন এবং নৈশভোজের মেন্যুতে বা কী কী ছিল- সবকিছু উঠে এসেছে করিশ্মা, করিনা, সোহাদের ইনস্টাগ্রামের দেওয়ালে।