1/5জন্মদিন ‘মউ বউদি’ মনামী ঘোষের। সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন বার্থ ডে গার্ল। আর সেই ছবিতে মনামীর রূপের ছটা মুগ্ধ করেছে দর্শকদের।
2/5বার্থ ডে স্পেশ্যাল ফোটোশ্যুটের জন্য লাল গাউন বেছে নিয়েছেন তিনি। ডিপ নেক গলায় স্পষ্ট ক্লিভেজ। মাথায় হাই বান। কানে ও গলায় হিরের নেকলেস ও দুল। রেড ভেলভেট কেক হাতেই ছবির জন্য পোজ দিয়েছেন তিনি। পায়ের সামনে ছড়ানো আছে সাদা, সোনালি বেলুন। তাঁর এই ছবি দেখে ‘সুন্দরী’, ‘মায়াবী’র পাশাপাশি ‘সেক্সবম্ব’ও বলে ফেলেছেন ভক্তরা।
3/5২০ ফেব্রুয়ারি জন্মদিন পালন করেন মনামী। যদিও তাঁর জন্মদিন নিয়ে একটা বড়সড় বিভ্রাট রয়েছে। উইকিপিডিয়া অনুযায়ী অভিনেত্রীর জন্মতারিখ ১৩ জুলাই, ১৯৮৪। কিন্তু এই তথ্য সম্পূর্ণ ভুল। এই নিয়ে পোস্টও করতে দেখা গিয়েছিল তাঁকে। লিখেছিলেন, ‘বলছি google পিসেমশাই, আজ আমার জন্মদিন নয়'।
4/5‘বয়স শুধুই একটা সংখ্যা' একথাটা বারেবারে প্রমাণ করে এসেছেন মানামী। সম্প্রতি হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাত্কারে এই ব্যাপারে তিনি বলেন, ‘আমি আসলে মন থেকে এখনও ছোট আছি। মনটাকে বেশি পাকানো যাবে না- এটা মাথায় রাখতে হবে। বাকি একটু হেলথি লাইফ লিড করা, মানে একটু স্বাস্থ্যকর খাবার-দাবার খাওয়া, স্বাস্থ্যকর জীবনযাত্রা। সবচেয়ে জরুরি হল খুশি থাকা, মন ভালো থাকলেই আপনি সুন্দর থাকবেন'।
5/5বরাবরই নিজের সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে ভক্তদের হৃদয়ে ঝড় তোলেন মনামী। সেক্সি টোনড ফিগারে অভিনেত্রীকে দেখে ঘাম ছোটে নেটিজেনদের। ঝড়ের গতিতে ভাইরাল হয় সেইসব ছবি। সম্প্রতি ‘হইচই’তে মউ বউদি রূপে ধরা দিয়েছেন লাস্যময়ী মেজাজে। আর তাতেই কাত দর্শকদের একটা অংশ। তাঁদের শয়নে-স্বপনে এখন শুধুই যেন মনামী।