2/5ভারতীয় মৌসম ভবনের রিপোর্ট উদ্ধৃত করে বুধবার কেন্দ্রীয় মন্ত্রী জানান, সাম্প্রতিক ৩০ বছরের নিরিখে (১৯৮৯ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত) দক্ষিণ-পশ্চিমী মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টির মাত্রা ক্রমশ কমছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
3/5ওই সময়ের মধ্যে পাঁচটি রাজ্য-সহ অরুণাচল প্রদেশ এবং হিমাচল প্রদেশে উল্লেখজনকভাবে বার্ষিক বৃষ্টির প্রবণতা কমেছে। বাকি রাজ্যগুলিতে ওই সময়ের মধ্যে বর্ষাকালীন বৃষ্টির তেমন হেরফের হয়নি। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
4/5সেইসঙ্গে লোকসভায় কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, সার্বিকভাবে ভারতে এবার জুনে বর্ষা স্বাভাবিক হয়েছে। পূর্ব এবং উত্তর-পূর্ব ভারতে বাড়তি বৃষ্টি হয়েছে। মধ্য ভারতে বৃষ্টির ঘাটতি আছে। (তবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টির ঘাটতি ৪৯ শতাংশ ছিল বলে জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গে বেশি বৃষ্টি হয়েছিল।) (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
5/5তিনি বলেছেন, 'পুরো দেশের হিসেবে চলতি জুনে ভারতে বৃষ্টিপাত স্বাভাবিক হয়েছে (দীর্ঘকালীন গড়ের ৯২ শতাংশ)। ১৯৭১ সাল থেকে ২০২০ সালের পরিসংখ্যান অনুযায়ী, জুনে দীর্ঘকালীন গড় ছিল ১৬৫.৪ মিলিমিটার। ‘ (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)