Monsoon 2022 Rain Forecast: আজ উত্তরবঙ্গের তিনটি জেলার একটি বা দুটি জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। বাকি জায়গায় হালকা থেকে মাঝারি বর্ষণের পূর্বাভাস আছে। তারইমধ্যে শনিবার (২৩ জুলাই) থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি ‘ডবল’ হবে। আজ এবং আগামী কয়েকদিন কোন জেলায় কত বৃষ্টি হবে, তা দেখে নিন -
1/6আগামিকাল (শনিবার) থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কিছুটা বাড়বে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আপাতত কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিতেই দক্ষিণবঙ্গকে সন্তুষ্ট থাকতে হবে। তারইমধ্যে আজ (শুক্রবার) উত্তরবঙ্গের তিন জেলার একটি বা দুটি জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস আছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
2/6আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ দক্ষিণবঙ্গের সব জেলায় (উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)
3/6হাওয়া অফিস: আজ উত্তরবঙ্গের সব জেলায় (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা) হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। শুধুমাত্র তিন জেলার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার) একটি বা দুটি জায়গায় ভারী বৃষ্টি (৭০ মিলিমিটার থেকে ১১০ মিলিমিটার) বৃষ্টি হতে পারে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)
4/6আবহবিদরা জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ঝাড়খণ্ড লাগোয়া অঞ্চলেই ঘূর্ণাবর্ত অবস্থান করছে। জামশেদপুর, বালাসোর হয়ে উত্তর-পূর্ব দিকে চলে যাচ্ছে মৌসুমী অক্ষরেখা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)
5/6আবহবিদরা জানিয়েছেন, শনিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা একটু বাড়বে। যা রবিবার এবং সোমবারও চলবে। তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এখন ১০ থেকে ২০ মিলিমিটার বৃষ্টি হচ্ছে। তখন ৩০ থেকে ৪০ মিলিমিটার বৃষ্টি হতে পারে। তাও কম সময়ের জন্য এক-দু'পশলা বৃষ্টি হতে পারে। অন্যদিকে, উত্তরবঙ্গেও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)
6/6হাওয়া অফিস: আগামী পাঁচদিন পশ্চিমবঙ্গের তাপমাত্রার তেমন হেরফের হবে না। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)