Monsoon 2022 Update: আগামিকাল দক্ষিণবঙ্গে পা পড়তে চলেছে বর্ষার। আজ থেকেই বিভিন্ন প্রান্তে বৃষ্টি হবে। শুক্রবার পর্যন্ত ঝোড়ো হাওয়াও বইবে। আগামী রবিবার পর্যন্ত কোন জেলায় কতটা বৃষ্টি হবে, তা দেখে নিন -
1/5অবশেষে হতে চলেছে প্রতীক্ষার অবসান। আগামিকাল (বৃহস্পতিবার) দক্ষিণবঙ্গের একাংশে প্রবেশ করতে চলেছে বর্ষা। সেই পরিস্থিতিতে আগামী ৭২ ঘণ্টায় দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস আছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
2/5আবহাওয়া দফতর: বুধবার দক্ষিণবঙ্গের সব জেলায় (উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সব জেলায় দু'এক জায়গায় ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়া হাওয়া বইতে পারে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে দীপক গুপ্তা/হিন্দুস্তান টাইমস)
3/5বৃহস্পতিবার এবং শুক্রবারও দক্ষিণবঙ্গে একইরকম আবহাওয়া থাকবে। দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। সঙ্গে সব জেলায় দু'এক জায়গায় ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
4/5শনিবার এবং রবিবারও দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
5/5আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গে তাপমাত্রার কোনও হেরফের হবে না। পরবর্তী চারদিনে তাপমাত্রা কমবে দুই থেকে চার ডিগ্রি। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)