Rain Forecast till 26th September: নিম্নচাপের ভ্রূকূটির মধ্যে শনিতে ৫ জেলায় সতর্কতা, রবিতে ৬-তে, বৃষ্টি বাড়বে কবে?
Updated: 21 Sep 2024, 01:06 AM ISTনিম্নচাপের ভ্রুকূটি আছে। তারইমধ্যে শনিবার পশ্চিমবঙ্গের পাঁচটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। রবিবার হলুদ সতর্কতা জারি করা হয়েছে ছ'টি জেলায়। ওই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। যে দু'দিনে দুর্গাপুজোর কেনাকাটি করবেন মানুষ। আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে? তা দেখে নিন।
পরবর্তী ফটো গ্যালারি