Monsoon Arrival: সাধারণত ১ জুন কেরলে ঢোকে দক্ষিণ-পশ্চিমী বর্ষা। ভারতীয় কৃষি এবং গ্রামীণ অর্থনীতির জন্য এই বর্ষার আগমন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত। তবে এই বছর সম্ভবত নির্ধারিত সময়ের এক সপ্তাহ আগেই কেরলে প্রবেশ করবে এই বর্ষা। ইতিমধ্যেই আন্দামন সাগরের খুব কাছে এসেছে বর্ষা। এরপরই এটি কেরল হয়ে ভারতের মূল ভূখণ্ডে ঢুকবে।
1/4দক্ষিণ আন্দামান সাগর, নিকোবর দ্বীপপুঞ্জ এবং সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু এগিয়ে এসেছে। আজই এই অঞ্চলে বর্ষা ঢুকে যেতে পারে। আইএমডি জানায়, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণ আন্দামান সাগর, নিকোবর দ্বীপপুঞ্জ এবং তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। (AP)
2/4আইএমডি বুলেটিন অনুসারে, বঙ্গোপসাগর থেকে উত্তর-পূর্ব এবং পূর্ব ভারতে শক্তিশালী দক্ষিণ-পশ্চিমী বাতাস প্রবেশ করায় এই অংশের রাজ্যগুলিতে বৃষ্টি হবে। পাশাপাশি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টিপাত হবে। আগামী ৫ দিনের মধ্যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বজ্রঝড়/দমকা হাওয়া সহ ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ১৪ থেকে ১৭ মে এই অঞ্চলে বিচ্ছিন্ন ভাবে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি) (AP)
3/4১৫ এবং ১৬ মে দক্ষিণ আন্দামান সাগরে বাতাসের গতিবেগ প্রতি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি হতে পারে এবং দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে ৬০ কিমি প্রতি ঘণ্টা বেগে। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু সাধারণত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ২২ মে আসে। তবে এবছর তা এক সপ্তাহ আগেই পৌঁছে গেল আন্দামানে। (AP)
4/4দক্ষিণ-পশ্চিমী বর্ষা সাধারণত ১ জুন কেরলে আসে। তবে এবছর ২০ থেকে ২৬ মে-এর মধ্যে এটি কেরলে প্রবেশ করতে পারে বলে জানিয়েছে আইএমডি। মূলত ঘূর্ণিঝড় অশনির টানেই দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু দ্রুত এগিয়ে এসেছে ভারতে। এই আবহে বাংলাতেও বর্ষার আগমন আগাম ঘটবে বলে মনে করা হচ্ছে। যদিও বাংলায় বর্ষার আগমনের নির্দিষ্ট দিনক্ষণ এখনও জানা যায়নি। (AP)