বাংলা নিউজ > ছবিঘর > Monsoon Arrives at last: ৭ দিন দেরিতে দেশে প্রবেশ করল বর্ষা, বাংলায় কবে আগমন ঘটবে মৌসুমী বায়ুর?

Monsoon Arrives at last: ৭ দিন দেরিতে দেশে প্রবেশ করল বর্ষা, বাংলায় কবে আগমন ঘটবে মৌসুমী বায়ুর?

আজ দেশে বর্ষা আগমন ঘটল। দেশে মৌসুমী বায়ুর প্রবেশের ঘোষণ করল মৌসম ভবন। সাধারণত ১ জুন ভারতে প্রবেশ করে থাকে বর্ষা। তবে এবার ৭ দিন দেরিতে ঢুকল বর্ষা। এদিকে বাংলাতেও শীঘ্রই বর্ষার আগমন ঘটবে। হাওয়া অফিস ইতিমধ্যেই এই সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে।