Monsoon in South Bengal: দক্ষিণবঙ্গে বর্ষা আগমন নিয়ে বড় আপডেট আলিপুর হাওয়া অফিসের। আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আগামী সপ্তাহের মাঝামাঝি সময় থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে। দেখুন দক্ষিণবঙ্গে বর্ষা আগমনের পূর্বাভাস:
1/4আসব আসব করেও বর্ষা এখনও আসেনি দক্ষিণবঙ্গে। এখনও উত্তরবঙ্গেই আটকে মৌসুমী বায়ু। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী চার থেকে পাঁচদিনের মধ্যে দক্ষিণবঙ্গে পা রাখবে বর্ষা। (PTI)
2/4উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ইতিমধ্যেই ভারি বৃষ্টিপাত হচ্ছে। কিন্তু দক্ষিণবঙ্গে এখনও দিনের আবহাওয়া শুষ্ক। দক্ষিণের বেশ কিছু জায়গার আকাশ আংশিক মেঘলা হলেও বৃষ্টির দেখা নেই। সন্ধ্যায় বিক্ষিপ্ত ভাবে ঝড়, বৃষ্টি হলেও তা বর্ষার বৃষ্টি নয়। (PTI)
3/4আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গে ১৪ থেকে ১৬ জুনের মধ্যে বর্ষা আসবে। এই সময়ে ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার, কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাংশে বর্ষা আসতে পারে। ১৪ অথবা ১৫ তারিখ বিকালে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। (PTI)
4/4আগামী মঙ্গলবার ও বুধবারও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দুই দিনাজপুরে ও মালদায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারি বৃষ্টির পূর্বাভাসও রয়েছে এই জেলাগুলিতে। (PTI)