Monsoon in South Bengal: বৃহস্পতিবার সন্ধ্যায় স্বস্তির বৃষ্টি নেমেছিল কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। এই আবহে দক্ষিণবঙ্গে বর্ষা আগমনের সুর আরও জোরে জোরে বাজতে শুরু করল। বাংলায় এবার আগাম ঢুকেছে বর্ষা। তবে উত্তরবঙ্গেই আটকে পড়েছে বর্ষা। দক্ষিণবঙ্গ তাই বেজায় অস্বস্তিতে দিন কাটাচ্ছিল এতদিন। এরই মাঝে মৌসম ভবন আগামী দুই দিনের মধ্যে বর্ষার গতিবিধির পূর্বাভাস দিল।
1/4স্বাভাবিক নিয়মে আজই দক্ষিণবঙ্গে ঢুক পরার কথা ছিল বর্ষা। কলকাতায় বর্ষার আগমন ঘটার কথা ছিল ১১ জুন, শনিবার। তবে আলিপুর হাওয়া অফিস জানিয়ে দিয়েছে, বৃহস্পতিবার বৃষ্টি হলেও আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার সম্ভাবনা ক্ষীণ। (PTI)
2/4এখনও পর্যন্ত চলতি বর্ষার মরশুমে উত্তরবঙ্গে ২৩ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। এদিকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ স্বাভাবিকের থেকে ৪২ শতাংশ কম। অপরদিকে কলকাতায় বৃষ্টির পরিমাণ ৯৫ শতাংশ কম! (PTI)
3/4আগামী দুই দিনের মধ্যে গোয়া, দক্ষিণ মহারাষ্ট্র এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশে অগ্রসর হতে পারে বর্ষা। তাছাড়া কর্ণাটক, তামিলনাড়ুর কিছু অংশে বর্ষা ঢোকার জন্য পরিস্থিতি অনুকূল রয়েছে। (PTI)
4/4এরই মধ্যে পূর্ব-মধ্য আরব সাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হয়েছে। এটি বর্ষা অগ্রসর হতে সাহায্য করবে। উল্লেখ্য, এবছর নির্ধারিত সময়ের দুই দিন আগে বর্ষা ঢুকেছিল দেশে। তবে এরপর থেকে খুব মন্থর গতিতে এগোচ্ছে বর্ষা। (PTI)