বাংলা নিউজ > ছবিঘর > Monsoon Rain Forecast: বর্ষাকে ফাঁকি দিয়ে তেজ বাড়ছে রোদের, কবে থেকে ভারী বৃষ্টিপাত দক্ষিণে?

Monsoon Rain Forecast: বর্ষাকে ফাঁকি দিয়ে তেজ বাড়ছে রোদের, কবে থেকে ভারী বৃষ্টিপাত দক্ষিণে?

Monsoon Rain Forecast: আংশিক মেঘলা আকাশে মাঝে মাঝেই উঁকি দিচ্ছে সূর্য। তখনই রোদের তেজে বাড়ছে গরম। আবার কিছু পড়েই মেঘের আড়ালে যাচ্ছে সূর্য। এরমই লুকোচুরির মধ্যে সোমবারে বিক্ষিপ্ত বৃষ্টি হয় দক্ষিণবঙ্গে। মঙ্গলবারও আবহাওয়া সেরকমই থাকবে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দুর্বলভাবে বর্ষা প্রবেশের কারণেই এই পরিস্থিতি বলে জানা গিয়েছে।