বর্ষায় বৃষ্টির ঘাটতি এবং অস্বস্তিকর গরমে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী। তবে আজ থেকে বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গে। পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টি বাড়তে পারে বলে জানা গিয়েছে।
1/5হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ ও আগামিকাল দক্ষিণে বৃষ্টির পরিমাণ বাড়বে। জুন ও জুলাই জুড়ে বৃষ্টির ঘাটতি দেখা গিয়েছে দক্ষিণবঙ্গে। তবে অগস্টের শুরুতেই কিছুটা স্বস্তি মিলবে। (Hindustan Times)
2/5জানা গিয়েছে, মৌসুমী অক্ষরেখা গোরক্ষপুর থেকে বালুরঘাট পর্যন্ত বিস্তৃত ছিল এতদিন। এই কারণে দক্ষিণে বৃষ্টির ঘাটতি ছিল। তবে মৌসুমী অক্ষরেখা এবার দক্ষিণের দিকে এগোচ্ছে বলে জানা গিয়েছে। আসানসোল-কলকাতা হয়ে বঙ্গোপসাগরের দিকে যাবে অক্ষরেখা। (Hindustan Times)
3/5মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, নদিয়াতে আগামী দু'দিন বৃষ্টির পরিমাণ বাড়বে। তবে মঙ্গলবার থেকে ফের বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে দক্ষিণে। রবিবার আংশিক মেঘলা আকাশ থাকবে কলকাতা ও সংলগ্ন এলাকায়। (Hindustan Times)
4/5আজ থেকে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা আছে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুরে। সোমবার থেকে উত্তরের সব জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই আবহে উত্তরবঙ্গে জারি করা হয়েছে সতর্কতা। (Hindustan Times)
5/5রবিবার কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৪ ডিগ্রি এবং ২৮ ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৯০ শতাংশের কাছাকাছি থাকবে। (Hindustan Times)