বাংলা নিউজ > ছবিঘর > Monsoon Rain Update by IMD: বর্ষা নিয়ে সুখবর শোনাল মৌসম ভবন, কেমন বৃষ্টি হবে অগস্ট-সেপ্টেম্বরে?

Monsoon Rain Update by IMD: বর্ষা নিয়ে সুখবর শোনাল মৌসম ভবন, কেমন বৃষ্টি হবে অগস্ট-সেপ্টেম্বরে?

বর্ষার প্রথম ভাগে উত্তর ভারত সাক্ষী থেকেছে অতি বৃষ্টির। এদিকে পূর্ব, উত্তরপূর্ব ও দক্ষিণ ভারতে দেখা দিয়েছে ঘাটতি। এরই মাঝে বর্ষার দ্বিতীয় ভাগ নিয়ে স্বস্তির খবর শোনাল মৌসম ভবন। জানানো হয়েছে, আগামী অগস্ট এবং সেপ্টেম্বর গোটা দেশে গড়ে স্বাভাবিক বৃষ্টি হবে।