বাংলা নিউজ > ছবিঘর > Monsoon onset in WB: ৪৮ ঘণ্টার মধ্যে বর্ষা ঢুকছে বাংলায়, কোন কোন জেলায় অতি ভারী বৃষ্টি হবে? কমবে গরম?

Monsoon onset in WB: ৪৮ ঘণ্টার মধ্যে বর্ষা ঢুকছে বাংলায়, কোন কোন জেলায় অতি ভারী বৃষ্টি হবে? কমবে গরম?

  • পশ্চিমবঙ্গে বর্ষা প্রায় চলে এল। তার জেরে একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। আগামী পাঁচদিনে কোন জেলায় কত পরিমণে বৃষ্টি হবে, তা জানাল আলিপুর আবহাওয়া দফতর। আপনার জেলায় কত বৃষ্টি হবে, তা দেখে নিন - 
1/5 শীঘ্রই উত্তরবঙ্গে বর্ষা ঢুকে পড়বে। শনিবার আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশকুমার দাস বলেছেন, ‘উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এবং উত্তর-পূর্ব ভারতের অধিকাংশ জায়গায় বর্ষা প্রবেশ করেছে। আগামী ৪৮ ঘণ্টায় উত্তরবঙ্গের অধিকাংশ জায়গা এবং সিকিমের কয়েকটি জায়গায় বর্ষা ঢুকে পড়বে বলে আশা করা হচ্ছে।’ (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
2/5 গণেশবাবু বলেছেন, ‘রবিবার উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। সেইসঙ্গে আলিপুরদুয়ার এবং কোচবিহারের কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিপাত হবে। সোমবার থেকে ওখানে বৃষ্টির মাত্রা আরও বাড়বে। আরও বেশি জায়গায় হবে বৃষ্টি। মোটামুটি উত্তরবঙ্গের সব জেলায় ভালোমতো বৃষ্টি হবে। কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং এবং কালিম্পঙে ভারী বৃষ্টি হবে।’ (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
3/5 মঙ্গলবার এবং বুধবার উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে? আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, ওই দু'দিন দার্জিলিং এবং কালিম্পঙে ভারী বৃষ্টিপাত (৭ সেন্টিমিটার থেকে ১১ সেন্টিমিটার) হবে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি (৭ সেন্টিমিটার থেকে ২০ সেন্টিমিটার) হবে। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
4/5 উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে? হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আগামী দু'দিনে উত্তরবঙ্গের পারদ দুই থেকে তিন ডিগ্রি কমবে। তবে পরবর্তী তিনদিনে উত্তরবঙ্গের তাপমাত্রার তেমন হেরফের হবে না বলে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে। (ছবিটি প্রতীকী)
5/5 তবে দক্ষিণবঙ্গে এখনই বর্ষা ঢোকার সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের আবহাওয়ার বিষয় আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা বলেন, ‘রবিবার দক্ষিণবঙ্গের একাংশে আকাশ মেঘলা থাকবে। রবিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, বীরভূম এবং মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সোমবার থেকে দক্ষিণবঙ্গে তাপমাত্রা আবার বাড়বে। আকাশ পরিষ্কার হবে।’ (ছবিটি প্রতীকী)

আরও ছবি