Monsoon Update: দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু আরব সাগরের একাংশে পৌঁছে গিয়েছে। কেন্দ্রের মৌসম ভবনের তরফে এমনটাই জানানো হয়েছে। এদিকে সম্পূর্ণ গোয়া, কোঙ্কান উপকূলের কিছু অংশ ও কর্নাটকের বেশ কিছু অংশে ঢুকে পড়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু।
1/5সাধারণত দক্ষিণী রাজ্য কেরলে ১-৩ জুনের মধ্যে বর্ষার আগমন হয়। তবে মৌসম ভবনের পূর্ভাবাসে জানিয়েছিল এবছর আগেভাগেই ঢুকবে বর্ষা। সেই পূ্র্বাভাস সত্যি করেই কেরলে বর্ষা ঢোকে ২৯ মে।
2/5তবে মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, আগামী পাঁচদিন উত্তর-পূর্ব ভারতের কিছু রাজ্য, সিকিম ও পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে ইতিমধ্যেই অসমের পর মেঘালয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মৌসম ভবনের তরফে উত্তর-পূর্বের অসম, মেঘালয় ও অরুণাচল এই তিন রাজ্যে লাল সতর্কতা জারি করা হয়েছে।
3/5দেশের উত্তর-পূ্র্বে যেরকম বন্যা পরিস্থিতি, তার ঠিক বিপরীত ছবিই দেখা যাচ্ছে উত্তর ভারতে। এদিনও দিল্লি, পঞ্জাব, হরিয়ানা ও উত্তর প্রদেশে তাপপ্রবাহ জারি রয়েছে।
4/5মৌসুমী বায়ু সেই অর্থে এখনও দক্ষিণবঙ্গে প্রভাব ফেলেনি। দক্ষিণবঙ্গে বর্ষা আগমনের এখনও দেরি আছে। তবে এই সময়কালে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও তা সাময়িক স্বস্তি নিয়ে আসতে পারে। কলকাতাতে আগামী তিন-চার দিনে দু-এক পশলা বৃষ্টি হবার সম্ভাবনা থাকছে।
5/5আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির খুব একটা বেশি সম্ভাবনা নেই। তবে পশ্চিমের জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে এই দুই দিন। বিশেষ করে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ঝড়-বৃষ্টি হতে পারে৷