সোমবার থেকে দেশজুড়ে করোনাভাইরাসের ‘প্রিকশন ডোজ’ দেওযা শুরু হবে। দেখে নিন বিস্তারিত -
1/6সোমবার থেকে দেশজুড়ে প্রদান করা হবে করোনাভাইরাসের ‘প্রিকশন ডোজ’। যাঁরা সেই ডোজ পাবেন, তাঁদের নথিভুক্ত ফোনে ইতিমধ্যে মেসেজ পাঠানো হচ্ছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
2/6জাতীয় স্বাস্থ্য মিশনের অতিরিক্ত সচিব এবং অধিকর্তা বিকাশ শীল জানিয়েছেন, যাঁরা করোনা টিকার তৃতীয় ডোজ বা ‘প্রিকশন ডোজ’ পাওয়ার যোগ্য, তাঁদের ফোনে এসএমএস পাঠানো হচ্ছে। ইতিমধ্যে এক কোটির বেশি টিকা প্রাপকদের সেই মেসেজ পাঠানো হয়েছে।(ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
3/6সোমবার থেকে দেশে করোনাভাইরাস টিকার প্রিকশন ডোজ প্রদান করা হবে। প্রথমসারির করোনাভাইরাস যোদ্ধা, স্বাস্থ্যকর্মী এবং কো-মর্বিডিটি থাকা প্রবীণ নাগরিকদের 'প্রিকশন ডোজ' দেওয়া হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
4/6টিকার দুটি ডোজ নেওয়ার ৩৯ সপ্তাহ বা ন'মাস সম্পূর্ণ হওয়ার পর প্রথমসারির করোনাভাইরাস যোদ্ধা এবং স্বাস্থ্যকর্মীরা ‘প্রিকশন ডোজ’ বা বুস্টার ডোজ নেওয়ার যোগ্য হবেন। যাঁদের আগে ৩৯ সপ্তাহ সম্পূর্ণ হবে, তাঁরা আগে ‘প্রিকশন ডোজ’ পাবেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
5/6করোনাভাইরাস টিকার দুটি ডোজ নেওয়ার ৩৯ সপ্তাহ সম্পূর্ণ হওয়ার ভিত্তিতে ‘প্রিকশন ডোজ’ বা বুস্টার ডোজ দেওয়া হবে। যাঁদের আগে ৩৯ সপ্তাহ সম্পূর্ণ হবে, তাঁরা আগে ‘প্রিকশন ডোজ’ পাবেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
6/6প্রিকশন ডোজ পাওয়ার জন্য কো-উইন পোর্টালে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক নয়। যাঁরা প্রিকশন ডোজ পাওয়ার যোগ্য, তাঁরা টিকাকেন্দ্রে গিয়েই সরাসরি টিকা পেতে পারেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)