বাংলা নিউজ >
ছবিঘর > Swiggy-তে নানের কাছে ‘হার’ বিরিয়ানির,বর্ষবরণের আগে Zomato-য় ২০ লাখের বেশি অর্ডার
Swiggy-তে নানের কাছে ‘হার’ বিরিয়ানির,বর্ষবরণের আগে Zomato-য় ২০ লাখের বেশি অর্ডার
Updated: 31 Dec 2021, 10:51 PM IST
Ayan Das
বর্ষবরণের রাতে পোয়াবারো ফুড ডেলিভারি অ্যাপগুলির। Swiggy এবং Zomato-য় প্রচুর মানুষ অর্ডার দিচ্ছেন।
1/6Swiggy-তে নানের কাছে ‘হার’ বিরিয়ানির,বর্ষবরণের আগে Zomato-য় ২০ লাখের বেশি অর্ডার। (ছবিটি প্রতীকী, সৌজন্য রয়টার্স)2/6শুক্রবার রাত ন'টা নাগাদ সুইগির তরফে জানানো হয়েছে, বছরের শেষদিনে সবথেকে বেশি অর্ডারের তালিকার প্রখম পাঁচে আছে চিকেন বিরিয়ানি, বাটার নান, মশালা ধোসা, পনির বাটার মশালা এবং চিকেন ফ্রায়েড রাইস। (ছবি সৌজন্যে, টুইটার @swiggy_in)3/6টাকার নিরিখে তালিকার শীর্ষে আছে বাটার নান (৩৩,৯৯৯ টাকা)। তারপর আছে চিকেন বিরিয়ানি (২৭,৫১৬ টাকা), মশালা ধোসা (১৮,২৪২ টাকা), চিকেন ফ্রায়েড রাইস (১১,৫৬০ টাকা) এবং পনির বাটার মশালা (১১,৩৭০ টাকা)। (ছবিটি প্রতীকী, সৌজন্যে হিন্দুস্তান টাইমস)4/6তারইমধ্যে সুইগির তরফে দাবি করা হয়েছে, বর্ষবরণের সন্ধ্যায় এক মিনিটে ১,২২৯ টি বিরিয়ানির ডেলিভারি দেওয়া হয়েছে। (ছবি সৌজন্যে, টুইটার @swiggy_in)5/6জ্যোমাটো আবার দাবি করেছে, রাত ন'টার মধ্যেই ২০ লাখের বেশি অর্ডার দেওয়া হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)6/6জ্যোমাটোর আশা, রাত ন'টা থেকে ১২ টার মধ্যে সেই সংখ্যাটা লাফিয়ে বাড়তে চলেছে। (ছবিটি প্রতীকী, সৌজন্য মিন্ট) অন্য গ্যালারিগুলি