Morocco Goalkeeper Yassine Bounou: বিশ্বকাপের নক-আউট ম্যাচ। দেশের ভাগ্য তাঁর হাতে। সেই অবস্থায় স্পেনের পরপর তিনটি পেনাল্টি বাঁচিয়ে মরক্কোকে বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে তুললেন ইয়াসিন বোনো। তাঁর বিষয়ে বিস্তারিত জেনে নিন -
1/5কানাডায় জন্ম। স্পেনের দলে খেলেন। সেই ইয়াসিন বোনোর হাতেই আটকে গেল স্পেনের বিশ্বকাপ জয়ের স্বপ্ন। ফুটবল বিশ্বকাপের ‘রাউন্ড অফ ১৬’-তে স্পেনের তিনটি পেনাল্টি শটই রুখে দিয়ে মরক্কোর ‘নায়ক’ হয়ে উঠলেন বোনো। প্রথম আরব দেশ হিসেবে মরক্কোকে কোয়ার্টার ফাইনালে তুলেছেন। (ছবি সৌজন্যে এএফপি)
2/5২০২০ সালে সেভিয়ায় যোগ দেন বোনো। তারপর লা লিগার দলের হয়ে ১২০ টি ম্যাচে খেলেছেন। মোট ১০৯ টি গোল করেছেন। ৫৩ ম্যাচে কোনও কোন গোল খাননি। গত বছর ফিফার সেরা গোলকিপারদের তালিকায় নয় নম্বরে ছিলেন মরক্কোর গোলকিপার। গত বছর মার্চে সেভিয়ার হয়ে গোল করেছিলেন। দলের হয়ে সমতা ফিরিয়েছিলেন। (ছবি সৌজন্যে এপি)
3/5সেভিয়ার প্রথম গোলকিপার হিসেবে জামোরা ট্রফি (সেরা গোলকিপারের ট্রফি দেয় স্প্যানিশ সংবাদপত্র মার্কা) জিতেছিলেন বোনো। রিয়াল মাদ্রিদের গোলকিপার থিবো কুর্তোয়াকে পিছনে ফেলে সেই ট্রফি জিতেছিলেন মরক্কোর গোলকিপার। দ্বিতীয় আফ্রিকান গোলকিপার (১৯৯৬-৯৭ মরশুমের শেষে জিতেছিলেন ক্যামেরুনের জ্যাকস সোঙ্গো) হিসেবে সেই ট্রফি জিতেছিলেন। (ছবি সৌজন্যে এপি)
4/5আদতে কানাডার মন্ট্রিয়ালে জন্মগ্রহণ করেন বোনো। পেশাদার কেরিয়ারের গোড়ার দিকে তাঁকে কানাডার জাতীয় দলে খেলার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে নিজের দেশের জার্সিতে খেলার পথেই হাঁটেন। বোনো বলেছিলেন, '(কানাডার জাতীয় দলের) কোচ থাকাকালীন আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন বেনিতো ফ্লোরো (২০১৩ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত)। তখনও আটলাস লায়ন্সদের হয়ে আমি কোনও আন্তর্জাতিক ম্যাচ খেলিনি।' (ছবি সৌজন্যে এপি)
5/5মঙ্গলবার 'রাউন্ড অফ ১৬'-এ স্পেনকে হারিয়ে দিয়েছে মরক্কো। নির্ধারিত সময়ের খেলায় কোনও দলই গোল করতে পারেনি। অতিরিক্ত সময় কোনও গোল হয়নি। তারপর পেনাল্টিতে ধাক্কা খায় স্পেন। তিনটি শটই বাঁচিয়ে দেন বোনো। তবে স্পেনের তিনটি শটই একেবারে খারাপ মানের ছিল। (ছবি সৌজন্যে এএফপি)