Bangladesh vs Afghanistan, T20 World Cup 2024 Super 8: বাংলাদেশের বিরুদ্ধে বিশ্বকাপের সুপার এইটের ম্যাচে ব্যাটে-বলে দুর্দান্ত পারফর্ম্যান্স উপহার দেন রশিদ খান। সেই সুবাদে তিনি শাকিব আল হাসানের অনবদ্য একটি বিশ্বরেকর্ড ভেঙে দেন।
1/5 মঙ্গলবার কিংসটাউনে বাংলাদেশকে সুপার এইট রাউন্ডের ম্য়াচে হারিয়ে চলতি টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে আফগানিস্তান। অথচ এই ম্যাচ জিতে সেমিফাইনালে ওঠার সুযোগ ছিল বাংলাদেশের সামনেও। তাদের লক্ষ্যটাও এমন কিছু কঠিন ছিল না। তবে আফগানিস্তানকে বাগে পেয়েও ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ। তারা ম্যাচ হেরে বিদায় নেয় বিশ্বকাপ থেকে। আফগানিস্তান বিশ্বকাপের সেমিফাইনালের টিকিট পকেটে পোরে। ছবি- এএফপি।
2/5 বাংলাদেশের বিরুদ্ধে আফগানিস্তানের জয়ে ব্যাটে-বলে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন রশিদ খান। প্রথমে ব্যাট হাতে ৩টি ছক্কার সাহায্যে ১০ বলে অপরাজিত ১৯ রানের কার্যকরী ইনিংস খেলেন রশিদ। পরে ৪ ওভার বল করে মাত্র ২৪ রানের বিনিময়ে ৪টি উইকেট দখল করেন তিনি। রশিদ সাজঘরে ফেরান সৌম্য সরকার, তৌহিদ হৃদয়, মাহমুদুল্লাহ ও রিশাদ হোসেনকে। ছবি- এএফপি।
3/5 উল্লেখযোগ্য বিষয় হল, বাংলাদেশের বিরুদ্ধে এই ম্যাচে ৪ উইকেট নেওয়ার সুবাদে শাকিব আল হাসানের একটি দুর্দান্ত বিশ্বরেকর্ড ছিনিয়ে নেন রশিদ খান। শাকিবকে টপকে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সব থেকে বেশিবার ইনিংসে ৪ বা তারও বেশি উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন রশিদ। আফগান তারকা আন্তর্জাতিক টি-২০ কেরিয়ারে এই নিয়ে মোট ৯ বার ৪টি বা তারও বেশি উইকেট সংগ্রহ করেন। রশিদ টি-২০ কেরিয়ারে ৫ উইকেট নিয়েছেন ২ বার এবং ৪ উইকেট নিয়েছেন ৭ বার। ছবি- এএফপি।
4/5 এতদিন আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সব থেকে বেশিবার চারটি বা তারও বেশি উইকেট নেওয়ার রেকর্ড ছিল শাকিব আল হাসানের নামে। তিনি টি-২০ কেরিয়ারে মোট ৮ বার এমন কৃতিত্ব অর্জন করেছেন। শাকিব আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ২ বার ৫ উইকেট নিয়েছেন এবং ৪ উইকেট নিয়েছেন ৬ বার। শাকিব ১২৬টি ম্যাচে বল করেছেন। রশিদ ৯২টি ম্যাচে বল করেই শাকিবের রেকর্ড ভেঙে দেন। ছবি- এএফপি।
5/5 মঙ্গলবার কিংসটাউনে শুরুতে ব্যাট করে আফগানিস্তান নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১১৫ রান সংগ্রহ করে। বৃষ্টির জন্য বাংলাদেশের সামনে জয়ের লক্ষ্যমাত্রা দাঁড়ায় ১৯ ওভারে ১১৪ রানের। পালটা ব্যাট করতে নেমে বাংলাদেশ ১৭.৫ ওভারে ১০৫ রানে অল-আউট হয়ে যায়। বাংলাদেশ ১২.১ ওভারে ম্যাচ জিততে পারলেই সেমিফাইনালের টিকিট হাতে পেত। টি-২০ ক্রিকেটে ওভার প্রতি ১০ রান তোলা এমন কিছু কঠিন নয়। তবে এদিন বাংলাদেশের মধ্যে সেই উদ্যমই দেখা যায়নি। ছবি- পিটিআই।