বাংলা নিউজ > ছবিঘর > Most Devastating Earthquakes: কাশ্মীরে ৮০,০০০; হাইতিতে ৩ লাখ, ফিরে দেখা গত দু'দশকের বিভীষিকাময় ভূমিকম্পগুলি

Most Devastating Earthquakes: কাশ্মীরে ৮০,০০০; হাইতিতে ৩ লাখ, ফিরে দেখা গত দু'দশকের বিভীষিকাময় ভূমিকম্পগুলি

দক্ষিণ তুরস্ক ও উত্তর সিরিয়ার ভূমিকম্পের বিভীষিকায় চোখে জল এসেছে গোটা বিশ্বেরই। তবে এই একই ভাবে বারবার কেঁপে উঠেছে আমাদের পৃথিবী। বিগত দুই দশকে কাশ্মীর, চিন, নেপাল থেকে ইন্দোনেশিয়া, বারবার কম্পমান বিভীষিকার সাক্ষী থেকেছে লাখ লাখ মানুষ। এতে প্রাণ হারিয়েছেন কয়েক লাখ মানুষ। একবার ফিরে দেখা সেই সব ভূমিকম্পকে।