সুপার টুয়েলভের খেলা শেষ। সেমিফাইনালের লড়াই শুরুর আগে লিগে সবথেকে বেশি রান, সর্বাধিক উইকেট, সবথেকে বেশি ছক্কা, সবথেকে বেশি ক্যাচ, চলতি টি-২০ বিশ্বকাপের এমন যাবতীয় তথ্য পরিসংখ্যানে চোখ রাখুন।
1/10সবথেকে বেশি রান: ৫ ম্যাচে সবথেকে বেশি ২৬৪ রান করেছেন বাবর আজম।
2/10সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস: জোস বাটলার শ্রীলঙ্কার বিরুদ্ধে সর্বোচ্চ ১০১ রানের অপরাজিত ইনিংস খেলেন। চলতি বিশ্বকাপে বাটলারই একমাত্র ব্যক্তিগত শতরান করেন।
3/10সবথেকে বেশি হাফ-সেঞ্চুরি: বাবর আজম সবথেকে বেশি ৪টি হাফ-সেঞ্চুরি করেছেন।
4/10সবথেকে বেশি ছক্কা: জোস বাটলার সবথেকে বেশি ১৩টি ছক্কা মেরেছেন।
5/10সবথেকে বেশি উইকেট: সবথেকে বেশি ১৬টি উইকেট নিয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা।
6/10সেরা বোলিং: বাংলাদেশের বিরুদ্ধে অ্যাডাম জাম্পা টুর্নামেন্টের সেরা বোলিং করেন। তিনি ১৯ রানের বিনিময়ে ৫ উইকেট দখল করেন। এছাড়া স্কটল্যান্ডের বিরুদ্ধে ২০ রানে ৫ উইকেট নিয়েছেন মুজিব উর রহমান।
7/10খরুচে বোলিং: ভারতের বিরুদ্ধে ৪ ওভারে টুর্নামেন্টের মধ্যে সবথেকে বেশি ৫৯ রান খরচ করেন আফগানিস্তানের নবীন উল হক।
8/10উইকেটকিপার হিসেবে সবথেকে বেশি শিকার: চলতি টি-২০ বিশ্বকাপে উইকেটকিপার হিসেবে সবথেকে বেশি ৮টি শিকার ধরেছেন অস্ট্রেলিয়ার ম্যাথিউ ওয়েড। স্কটল্যান্ডের ম্যাথিউ ক্রসও ৮টি শিকার ধরেন।
9/10সবথেকে বেশি ক্যাচ: আউটফিল্ডে সবথেকে বেশি ৮টি ক্যাচ ধরেছেন স্কটল্যান্ডের কালাম ম্যাকলেয়ড।
10/10সবথেকে বড় ছক্কা: ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টোন সবথেকে বড় ১১২ মিটারের ছক্কা হাঁকিয়েছেন।