ICC T20 World Cup: টি-২০ বিশ্বকাপ শুরুর আগে দেখে নিন টুর্নামেন্টের ইতিহাসে এই দশটি গুরুত্বপূর্ণ রেকর্ড রয়েছে কাদের দখলে।
1/10শ্রীলঙ্কার মাহেলা জয়াবর্ধনে ২০০৭ থেকে ২০১৪ পর্যন্ত টি-২০ বিশ্বকাপে মাঠে নেমে সব থেকে বেশি ১০১৬ রান সংগ্রহ করেছেন। ছবি- টুইটার।
2/10নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাকালাম ২০১২ টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে সর্বোচ্চ ১২৩ রানের ব্যক্তিগত ইনিংস খেলেন। ছবি- টুইটার।
3/10ওয়েস্ট ইন্ডিজ ক্রিস গেইল একমাত্র ক্রিকেটার হিসেবে টি-২০ বিশ্বকাপে ২টি সেঞ্চুরি করেছেন। ছবি- রয়টার্স।
4/10বিরাট কোহলি টি-২০ বিশ্বকাপের ইতিহাসে সব থেকে বেশি ১০টি হাফ-সেঞ্চুরি করেছেন। ছবি- বিসিসিআই।
5/10ক্রিস গেইল টি-২০ বিশ্বকাপের ইতিহাসে সব থেকে বেশি ৬৩টি ছক্কা মেরেছেন। ছবি- লেজেন্ডস লিগ ক্রিকেট।
6/10বাংলাদেশের শাকিব আল হাসান টি-২০ বিশ্বকাপের ইতিহাসে সব থেকে বেশি ৪১টি উইকেট নিয়েছেন। ছবি- এএফপি।
7/10টি-২০ বিশ্বকাপে সেরা বোলিং পারফর্ম্যান্সের নজির রয়েছে শ্রীলঙ্কার অজন্তা মেন্ডিসের নামে। তিনি ২০১২ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে ৮ রানে ৬ উইকেট দখল করেন। ছবি- গেটি।
8/10একটি টি-২০ বিশ্বকাপের আসরে সব থেকে বেশি ১৬টি উইকেট নেওয়ার রেকর্ড রয়েছে শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গার নামে। তিনি ২০২১ সালে এই রেকর্ড গড়েন। ছবি- এএফপি।
9/10টি-২০ বিশ্বকাপের একটি মরশুমে সব থেকে বেশি ৩১৯ রান করার রেকর্ড রয়েছে বিরাট কোহলির নামে। তিনি ২০১৪ সালে এমন নজির গড়েন। ছবি- পিটিআই।
10/10টি-২০ বিশ্বকাপে উইকেটকিপার হিসেবে সব থেকে বেশি ৩২টি শিকার ধরেছেন মহেন্দ্র সিং ধোনি। ছবি- এএফপি।