বাঁ-হাতি স্পিনারদের সামনে স্বচ্ছন্দ নন ব্যাটসম্যানরা, বোঝা যাচ্ছে চলতি রঞ্জি ট্রফির পরিসংখ্যান দেখে। ফাইনালের আগে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় একতরফা আধিপত্য বাঁ-হাতি স্পিনারদের। সেই তালিকায় রয়েছেন বাংলার শাহবাজ আহমেদও।
1/5ফাইনালের আগেই চলতি রঞ্জি ট্রফির সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় শীর্ষে থাকা কার্যত নিশ্চিত করে ফেলেছেন শামস মুলানি। মুম্বইয়ের বাঁ-হাতি স্পিনার ৫ ম্যাচে ৩৭টি উইকেট সংগ্রহ করেছেন। ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ৫ বার।
2/5মধ্যপ্রদেশের বাঁ-হাতি স্পিনার কুমার কার্তিকেয়া ৫ ম্যাচে ২৭টি উইকেট সংগ্রহ করেছেন। তিনিও ফাইনাল ম্যাচে মাঠে নামবেন। তবে ১০টি উইকেটের ব্যবধান ঘুচিয়ে মুলানিকে টপকে এক নম্বরে ওঠা তাঁর পক্ষে নিতান্ত কঠিন।
3/5ঝাড়খণ্ডের বাঁ-হাতি স্পিনার শাহবাজ নদিম ৫ ম্যাচে ২৫টি উইকেট সংগ্রহ করেছেন। তিনি রয়েছেন সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় তৃতীয় স্থানে।
4/5মহারাষ্ট্রের বাঁ-হাতি স্পিনার সত্যজিৎ বাছাভ ৩ ম্যাচে ২১টি উইকেট নিয়েছেন। তিনি রয়েছেন তালিকার চার নম্বরে।
5/5হায়দরাবাদের ডানহাতি পেসার রবি তেজার সঙ্গে ২০টি করে উইকেট নিয়ে চলতি রঞ্জি ট্রফির সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় যুগ্মভাবে পাঁচ নম্বরে রয়েছেন বাংলার দুই তারকা শাহবাজ আহমেদ ও মুকেশ কুমার। রবি ৩টি ম্যাচে ২০টি উইকেট নিয়েছেন। শাহবাজ ও মুকেশ ৫টি করে ম্যাচ খেলেছেন। উইকেট সংখ্যা সমান হলেও ক্রমতালিকায় রবি রয়েছেন পাঁচ নম্বরে। শাহবাজ রয়েছে ছয়ে। উল্লেখযোগ্য বিষয় হল, শাহবাজও বাঁ-হাতি স্পিনার। সুতরাং এবারের রঞ্জিতে বাঁ-হাতি স্পিনারদের আধিপত্য কার্যত একতরফা। ক্রমতালিকা অনুযায়ী ৬ জন সর্বোচ্চ উইকেটশিকারির ৫ জন হলেন বাঁ-হাতি স্পিনার।