T20 World Cup 2022: গতবছর টি-২০ বিশ্বকাপে সব থেকে বেশি উইকেট নিয়েছিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। এবারও লড়াইয়ে রয়েছেন তিনি। দৌড়ে রয়েছেন ভারতের অর্শদীপ সিং। চোখ রাখুন সেরা দশের তালিকায়।
1/10২০২১ টি-২০ বিশ্বকাপে ১৬টি উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারিতে পরিণত হয়েছিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। এবার চলতি টি-২০ বিশ্বকাপের ৮ ম্যাচে ১৫টি উইকেট নিয়ে এক নম্বরে রয়েছেন শ্রীলঙ্কার তারকা। সুতরাং, পরপর ২টি বিশ্বকাপে সব থেকে বেশি উইকেট নেওয়ার রেকর্ড গড়তে পারেন হাসারাঙ্গা। যদিও টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ায় উইকেট সংখ্যা বাড়িয়ে নেওয়া সম্ভব নয় তাঁর পক্ষে। সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচে অভাবনীয় পারফর্ম্যান্স মেলে ধরে কেউ হাসারাঙ্গাকে টেক্কা দিকে পারেন কিনা, সেটাই হবে দেখার। ছবি- এপি
2/10৮ ম্যাচে ১৩টি উইকেট নিয়ে চলতি টি-২০ বিশ্বকাপের সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন নেদারল্যান্ডসের বাস ডি'লিড। ছবি- এপি
3/10জিম্বাবোয়ের ব্লেসিং মুজারাবানি ৮ ম্যাচে ১২টি উইকেট নিয়েছেন। তিনি এখনও পর্যন্ত এবারের টি-২০ বিশ্বকাপের তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারি। ছবি- এএফপি
4/10সুপার টুয়েলভের পাঁচ ম্যাচে সব থেকে বেশি ১১টি উইকেট নিয়েছেন এনরিখ নরকিয়া। তবে প্রথম রাউন্ড মিলিয়ে বিশ্বকাপের সার্বিক তালিকায় চার নম্বরে অবস্থান করছেন প্রোটিয়া তারকা। ছবি- এএফপি
5/10আয়ারল্যান্ডের জোশ লিটল ৭টি ম্যাচে ১১টি উইকেট দখল করেছেন। উইকেট সংখ্যার নিরিখে তিনি যুগ্মভাবে চার নম্বরে থাকলেও ক্রমতালিকার পাঁচে অবস্থান করছেন আইরিশ তারকা। ছবি- ক্রিকেট আয়ারল্যান্ড টুইটার
6/10নেদারল্যান্ডসের পল ভ্যান মিকেরেন ৮ ম্যাচে ১১টি উইকেট নিয়েছেন। বিশ্বকাপের সর্বোচ্চ উইকেটশিকারিদের ক্রমতালিকায় ছয় নম্বরে অবস্থান করছেন ডাচ তারকা। ছবি- এপি
7/10ইংল্যান্ডের স্যাম কারান সুপার টুয়েলভের ৪টি ম্যাচে মাঠে নেমে ৭টি উইকেট নিয়েছেন। ক্রমতালিকায় সাত নম্বরে রয়েছেন তিনি। যদিও উইকেট সংখ্যার নিরিখে তাঁর অবস্থান যুগ্মভাবে পাঁচ নম্বরে। ছবি- এপি
8/10পাকিস্তানের শাদব খান সুপার টুয়েলভের পাঁচ ম্যাচে মাঠে নেমে কারানের মতোই ১০টি উইকেট নিয়েছেন। ছবি- এএফপি
9/10অর্শদীপ সিং সুপার টুয়েলভের ৫ ম্যাচে ১০টি উইকেট সংগ্রহ করেছেন। সেমিফাইনালে সেই সংখ্যাটা আরও বাড়িয়ে নেওয়ার সুযোগ পাবেন ভারতীয় তারকা। ভারত ফাইনালে উঠলে সাকুল্যে ২টি ম্যাচ হাতে পেয়ে যাবেন তিনি। এখন দেখার যে বাকি টুর্নামেন্টে অর্শদীপ হাসারাঙ্গাকে টপকাতে পারেন কিনা। ছবি- এএনআই
10/10জিম্বাবোয়ের সিকন্দর রাজা বিশ্বকাপের ৮টি ম্যচে মাঠে নেমে সাকুল্যে ১০টি উইকেট সংগ্রহ করেছেন। ছবি- এএফপি