T20 World Cup 2024: অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান, চলতি টি-২০ বিশ্বকাপের ৪৮তম ম্যাচের পরে টুর্নামেন্টে সব থেকে বেশি উইকেট নিয়েছেন কারা? দেখে নিন তালিকা।
1/6 চলতি টি-২০ বিশ্বকাপে ব্যাটারদের একতরফা দাপট দেখা যাচ্ছে না মোটেও। বরং বোলাররাও ছড়ি ঘোরাচ্ছেন ব্যাটারদের উপরে। টুর্নামেন্টের গ্রুপ লিগের খেলা শেষ হয়েছে ইতিমধ্যেই। চলছে সুপার এইট রাউন্ডের খেলা। রবিবার অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান ম্যাচের শেষে দেখে নেওয়া যাক এবারের টি-২০ বিশ্বকাপে এখনও পর্যন্ত সব থেকে বেশি উইকেট নিয়েছেন কারা। উল্লেখ্য, অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান ম্যাচটি ছিল টুর্নামেন্টের ৪৮ নম্বর ম্যাচ। ছবি- এএফপি।
2/6 গ্রুপ লিগের চারটি ও সুপার এইটের ২টি ম্যাচ মিলিয়ে মোট ৬টি ম্যাচে মাঠে নেমে এখনও পর্যন্ত চলতি টি-২০ বিশ্বকাপে সব থেকে বেশি উইকেট নিয়েছেন ফজলহক ফারুকি। আফগানিস্তানের তারকা পেসার সাকুল্যে ২১.২ ওভার বল করে ১৩৪ রান খরচ করে তুলে নিয়েছেন ১৫টি উইকেট। ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ১ বার। এছাড়া একবার ইনিংসে ৪ উইকেট নিয়েছেন তিনি। সেরা বোলিং পারফর্ম্যান্স ৯ রানে ৫ উইকেট। ছবি- এএফপি।
3/6 অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা টুর্নামেন্টের ৬টি ম্যাচে মাঠে নেমে সাকুল্যে ১৩টি উইকেট দখল করেছেন। তিনি ২৪ ওভার বল করে খরচ করেছেন ১৪৬ রান। এখনও পর্যন্ত টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী হলেন জাম্পা। তবে চলতি টি-২০ বিশ্বকাপে সব থেকে বেশি উইকেট নেওয়া স্পিনার হলেন তিনিই। জাম্পা ইনিংসে ৪ উইকেট নিয়েছেন ১ বার। সেরা বোলিং পারফর্ম্যান্স ১২ রানে ৪ উইকেট। ছবি- এএফপি।
4/6 ভারতের আর্শদীপ সিং রয়েছেন সব থেকে বেশি উইকেট নেওয়া বোলারদের তালিকায় তৃতীয় স্থানে। তিনি ৫টি ম্যাচে মাঠে নেমে সাকুল্যে ১২টি উইকেট নিয়েছেন। আর্শদীপ ২০ ওভার বল করে ১২১ রান খরচ করেছেন। তিনি ইনিংসে ৪ উইকেট নিয়েছেন ১ বার। তাঁর সেরা বোলিং পারফর্ম্যান্স ৯ রানে ৪ উইকেট। অর্থাৎ, এখনও পর্যন্ত এবারের টি-২০ বিশ্বকাপে ভারতের হয়ে সব থেকে বেশি উইকেট নিয়েছেন আর্শদীপ সিং। ছবি- এএনআই।
5/6 বাংলাদেশ তানজিম হাসান শাকিব, দক্ষিণ আফ্রিকার এনরিখ নরকিয়া, ওয়েস্ট ইন্ডিজের আলজারি জোসেফ ও বাংলাদেশের রিশাদ হোসেন ৬টি করে ম্যাচে মাঠে নেমে ১১টি করে উইকেট দখল করেছেন। তালিকায় এই ৪ তারকা রয়েছেন যথাক্রমে চার, পাঁচ, ছয় ও সাত নম্বরে। ছবি- এএনআই।
6/6 ভারতের জসপ্রীত বুমরাহ রয়েছেন চলতি টি-২০ বিশ্বকাপে সব থেকে বেশি উইকেট নেওয়া বোলারদের ক্রমতালিকায় আট নম্বরে। জসপ্রীত ৫ ম্যাচে সাকুল্যে ১৯ ওভার বল করে ২টি মেডেন-সহ মোটে ৬৫ রান খরচ করেছেন। সঙ্গে তুলে নিয়েছেন ১০টি উইকেট। তাঁর সেরা বোলিং পারফর্ম্যান্স ৭ রানে ৩ উইকেট। উল্লেখযোগ্য বিষয় হল, বুমরাহ টি-২০ ক্রিকেটে কার্যত টেস্টের ইকনমি রেটে বল করেছেন। তিনি ওভার প্রতি খরচ করেছেন মোটে ৩.৪২ রান। ছবি- এএফপি।