বাংলা নিউজ >
ছবিঘর > Mothers Day 2022: সিঙ্গেল থেকে ওয়ার্কিং মাদার, বলিউডে ‘সুপার মম’ কারা? দেখুন
Mothers Day 2022: সিঙ্গেল থেকে ওয়ার্কিং মাদার, বলিউডে ‘সুপার মম’ কারা? দেখুন
Updated: 08 May 2022, 01:14 PM IST
Priyanka Bose
তোমাকে ছাড়া একটা দিনও কাটে না… সোশ্যাল মিডিয়া আজ ভরে গেছে মা-সন্তানের মিষ্টি ছবিতে।
1/20আজ আন্তর্জাতিক মাতৃদিবস। এমনিতে তো প্রতিটা দিনই মায়েদের দিন। তবুও আজকের দিনটা একটু বেশিই বিশেষ। বলি তারকাদের জগত ঘিরেও রয়েছেন তাঁদের মায়েরা। চলুন এক নজরে দেখে নিই বলিউডের সেরা মা-সন্তানের জুটি কারা-2/20মা জয়া বচ্চনের সঙ্গে অভিষেক বচ্চন এবং শ্বেতা বচ্চন নন্দা। 3/20সিঙ্গেল মাদার অমৃতা সিং-এর সঙ্গে দুই ছেলেমেয়ে সারা আলি খান এবং ইব্রাহিম আলি খান। 4/20মা ডিম্পল কাপাড়িয়ার সঙ্গে ট্যুইঙ্কেখ খান্না।5/20মা ববিতার সঙ্গে করিনা কাপুর খান এবং করিশ্মা কাপুর। 6/20মা সোনি রাজদানের সঙ্গে আলিয়া ভাট। 7/20দুই ছেলে তৈমুর এঅবং জাহাঙ্গীরকে কোলে আগলে মাম্মি করিনা কাপুর খান। 8/20ছেলে রণবীর কাপুর এবং মেয়ে ঋদ্ধিমা সাহানির সঙ্গে নীতু কাপুর। 9/20দুই মেয়ে জাহ্নবী কাপুর এবং খুশি কাপুরের সঙ্গে শ্রীদেবী। 10/20সিঙ্গেস মাদার মাসাবা গুপ্তা এবং মেয়ে নীনা গুপ্তা। 11/20মায়ের সঙ্গে ক্যাটরিনা কাইফ।12/20তিন ছেলেমেয়েকে সঙ্গে গৌরী খান। বড় ছেলে আরিয়া, মেজ মেয়ে সুহানা এবং ছোট ছেলে আব্রাম।13/20একমাত্র মেয়ে আরাধ্যার সঙ্গে ঐশ্বর্য রায় বচ্চন।14/20মা বীনা কৌশলের সঙ্গে ভিকি কৌশল। 15/20মায়ের সঙ্গে ইয়ামি গৌতম।16/20মায়ের সঙ্গে কঙ্গনা রানাওয়াত এবং তাঁর দিদি রঙ্গোলি চান্দেল। 17/20মা মাহিপ কাপুরের সঙ্গে শানায়া কাপুর এবং তাঁর ভাই। 18/20মা শর্মিলা ঠাকুরের সঙ্গে সোহা আলি খান। 19/20জনপ্রিয় মা-মেয়ে জুটি। হেমা মালিনীর সঙ্গে এষা দেওল।20/20সিঙ্গেল মাদার সুস্মিতা সেন। দত্তক নিয়েছেন দুই কন্য়া সন্তান রেনে এবং আলিশাকে। অন্য গ্যালারিগুলি