ধনু রাশির মানুষ খুবই মনখোলা হন। তাঁরা বেড়াতে পছন্দ করেন, হইহই করতে ভালবাসেন। ফলে মাকে বেড়ানোর টিকিট উপহার দিতে পারেন। কিম্বা শাড়ি দিলেও খুশি হতে পারেন মা।
1/13মায়ের কাছে চিরকালই সন্তানের আনন্দই শেষ কথা। তাঁর কাছে সেরা উপহার সন্তানের মুখের হাসি। তবে উপলক্ষ্য যখন মাতৃদিবস, তখন সন্তানও এমন সুযোগ ছাড়তে রাজি নন। দেখে নেওয়া যাক রাশি অনুযায়ী মাদার্সডে তে কোন তোন উপহার দিলে তা মায়ের মনকে ভরিয়ে দিতে পারে। তার আগে জেনে নিতে হবে মায়ের রাশি। মায়ের রাশি অনুযায়ী দিন এই উপহারগুলি।
2/13মেষ- মেষ রাশির জাতক জাতিকারা খুবই উদ্যোগী ও এনার্জেটিক। মায়ের রাশি যদি মেষ হয়, তাহলে তাঁকে সারপ্রাইজ দিতে হলে উপহার দিন পারফিউম, চকোলেট, বাগান করার সামগ্রী বা গাছ।
3/13বৃষ- বৃষ রাশি বিলাসিতা পছন্দ করে। তবে ফলে মায়ের রাশি যদি হয় বৃষ তাহলে তাঁকে উপহার দিন, সঙ্গীত সম্পর্কীয় কিছু বা চাক লাগানো স্পাএর গিফ্ট হ্যাম্পার।
4/13মিথুন- মিথুন রাশির জাতক জাতিকারা মজা করতে খুবই পছন্দ করেন। ফলে তাঁদের উপহার দিন চমকপ্রদ জিনিস। তাঁরা যদি সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকেন, তাহলে ফোন কভার বা ল্যাপটপ কভার কিম্বা আস্ত ল্যাপটপও কিনে দিতে পারেন!
5/13কর্কট- মায়ের রাশি কর্কট হলে তাঁকে উপহার দিন ফটো বুক কিম্বা রান্নাঘরের সামগ্রী। দিতে পারেন, মগ, কুশান, ফটো ফ্রেম। তিনি কবিতা ভালবাসলে সেটাই তাঁকে উপহার দিতে পারেন।
6/13সিংহ-মায়ের রাশি সিংহ হলে তাঁকে শৌখিন সাবান কিম্বা পারফিউম দিতে পারেন। এতে তিনি খুশি হতে পারেন।
7/13কন্যা-কন্যা রাশির জাতিকারা সাধারণত সব কিছু গোছগাছ রাখতে পছন্দ করেন। এদিকে স্বাস্থ্য সম্পর্কেও তাঁরা সচেতন। তাঁদের শুকনো খাবারের বক্স কিম্বা হ্যান্ড ব্যাগ উপহার দিতে পারেন।
8/13তুলা-তুলা রাশির জাতক জাতিকারাও খুব ভালবাসেন বিলাসিতা। তাঁদের কোনও কুশান বা ফ্লাওয়ার ভাস উপহার দিতে পারেন। এঁদের উপহার হিসাবে ফুলও দিতে পারেন।
9/13বৃশ্চিক- মায়ের রাশি যদি বৃশ্চিক হয়, তাহলে অবশ্যই তাঁকে পারফিউম বা ডার্ক চকোলেট উপহার দিয়ে তাঁর মন জিতে নিতে পারেন।
10/13ধনু-ধনু রাশির মানুষ খুবই মনখোলা হন। তাঁরা বেড়াতে পছন্দ করেন, হইহই করতে ভালবাসেন। ফলে মাকে বেড়ানোর টিকিট উপহার দিতে পারেন। কিম্বা শাড়ি বা পোশাক দিলেও খুশি হতে পারেন মা।
11/13মকর-গয়না হোক বা বই, মকর রাশির জাতিকাদের পছন্দের তালিকায় প্রায় সবই থাকে। ফলে সন্তান যা কিছু হাতে করে এনে দেবে, তাতেই খুশি মকর রাশির মায়েরা।
12/13কুম্ভ-কুম্ভ রাশির জাতিকারা একটু আলাদা ধরনের জিনিসপত্র পছন্দ করেন। আর তাই তাঁদের মন ভাল রাখতে কোনও বিরল ফুল বা অদ্ভুত ধরনের গাছ উপহার দিতে সারপ্রাইজ দিতে পারেন।
13/13কুম্ভ-কুম্ভ রাশির জাতিকারা একটু আলাদা ধরনের জিনিসপত্র পছন্দ করেন। আর তাই তাঁদের মন ভাল রাখতে কোনও বিরল ফুল বা অদ্ভুত ধরনের গাছ উপহার দিতে সারপ্রাইজ দিতে পারেন।