মায়েদের সঙ্গে কিছু আদুরে মুহূর্ত.. টলি তারকাদের জগত ঘিরেও রয়েছেন তাঁদের সুপার মমরা।
1/22আজ মাতৃদিবস। মায়েদের দিন। মা তো সকলেরই কাছের মানুষ। টলি তারকাদের জগত ঘিরেও রয়েছে তাঁদের মায়েরা। ১৯০৮ সালের ৮ মে মাতৃ দিবস পালনের সূচনা হয়েছিল। আনা জার্ভিস নামে এক আমেরিকান মহিলা তাঁর প্রয়াত মায়ের সম্মানে গির্জায় উপাসনার আয়োজন করেন। সেই থেকেই নাকি শুরু হয় Mother's Day পালন। একনজরে দেখে নেওয়া যাক দেব থেকে মিমি, শ্রাবন্তী, অঙ্কুশদের মায়ের সঙ্গে কাটানো মিষ্টি ছবি। (ছবি ইনস্টাগ্রাম)
2/22মা মৌসুমী অধিকারীর সঙ্গে অভিনেতা দেব। তারকা ছেলের সব আবদার, খুনসুটি তো মায়ের কাছেই। (ছবি-ইনস্টাগ্রাম)
3/22মায়ের সঙ্গে শ্রাবন্তীর সেলফি। এই বছরই ছবি পোস্ট করে মা-কে মাতৃ দিবসের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী।
4/22দুই মায়ের সঙ্গে শুভশ্রী। বাম দিকে মায়ের সঙ্গে। ডান দিকের ছবিতে শাশুরি মা'কে জড়িয়ে রেখেছেন নায়িকা। (ছবি-ইনস্টাগ্রাম)
5/22মা পিয়া সেনগুপ্তর সঙ্গে বনি সেনগুপ্ত। মা-ই বনির অভিনয় জীবনের প্রেরণা, প্রথম শিক্ষাগুরু। বাংলা থিয়েটারের পরিচিত নাম অভিনেত্রী পিয়া সেনগুপ্ত।
6/22মা কস্তুরী সেনের সঙ্গে অভিনেত্রী ঐন্দ্রিলা। (ছবি-ইনস্টাগ্রাম)