ইন্দোরে, মধ্যপ্রদেশের সবচেয়ে করোনা-আক্রান্ত জেলা।
1/5সোমবার মধ্যপ্রদেশের ইন্দোরে কোভিডের ওমিক্রন ভ্যারিয়েন্টের একটি নতুন স্ট্রেন ধরা পড়েছে। প্রতীকী ছবি : পিটিআই (PTI)
2/5সরকারি রিপোর্ট অনুসারে, ইন্দোরে এখনও পর্যন্ত এমন ১২টি কেস ধরা পড়েছে। আক্রান্তদের মধ্যে রয়েছে ৬ শিশুও। প্রতীকী ছবি : পিটিআই (PTI)
3/5গত ৬ জানুয়ারি থেকে, দেশে Omicron ভ্যারিয়েন্টের BA.2 সাব-লিনিয়েজের মোট ২১টি কেস পাওয়া গিয়েছে। প্রতীকী ছবি : এএনআই (PTI)
4/5২১ জন রোগীর মধ্যে ৬ জনের মধ্যে ১-৫০ শতাংশের মধ্যে ফুসফুসের সমস্যা দেখা গিয়েছে। তিনজন রোগী এখনও হাসপাতালে ভরতি। ১৮ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। ২১ জনের মধ্যে ১৫ জন প্রাপ্তবয়স্কের COVID-19 ভ্যাকসিনের দুটি ডোজই নেওয়া ছিল। প্রতীকী ছবি : পিটিআই (PTI)
5/5ইন্দোর, মধ্যপ্রদেশের সবচেয়ে করোনা-আক্রান্ত জেলা। বর্তমানে সেখানে ১,৮৬,২১৬টি কেসলোড রয়েছে। এর মধ্যে ১,৪০৯ জনের মৃত্যু হয়েছে। প্রতীকী ছবি : হিন্দুস্তান টাইমস (PTI)